লাইফস্টাইল
বেড়াল রাস্তা কাটলে থেমে যায় গাড়ি।জানেনকি এর পেছনে কারন কি?
নিউজ ডেস্কঃ প্রচলিত আছে বেড়াল রাস্তা কাটলে থেমে যেতে হয়।কিন্তু জানেন কি এই নিয়ম কবে থেকে এলো এবং কিভাবে এলো।চলুন জেনে নেওয়া যাক আজ এ বিষয় খুটিনাটি।
১/ আগেকার দিনে গরুর গাড়ি ছিলো আর বেড়াল রাস্তা কাটলে গরুগুলো চঞ্চল হয়ে যেত তাই তখন গরুগুলোকে শান্ত করতে গিয়ে গারোয়ানকে অনেকটা সময় গাড়ি থামিয়ে রাখতে হতো।সেই থেকে বেড়াল দেখলেই গাড়ি থামিয়ে রাখার চল আসছে।
২/জ্যোতিষ সম্পর্কিত বৈদিক শাস্ত্রে রাহুকে অশুভ মানা হয়।আর রাহুর বাহন বেড়াল।তাই বেড়াল যে অশুভ হবে এটাই স্বাভাবিক।
৩/বেড়াল একটি ছোট্ট প্রানী।সাধারনত বড় প্রানীরা বেড়ালকে তাড়ায়।সেকারনে বেড়াল ছোটাছুটি করা মানে আশেপাশে বড় প্রানী আছে বলেই মনে করা হয়।আর বড় প্রানীর সাথে ধাক্কা লাগতে পারে এই আশঙ্কায় যানবাহন বা মানুষ পথে চলতে গিয়ে বেড়ালের সম্মুখীন হলে কিছুক্ষন থেমে তবেই আবার চলা শুরু করেন।