
নিউজ দেস্কঃ দেশ এখন করোনা সংক্রমণে জেরবার,দিন দিন সংক্রমণ বেড়েই চলেছে।।আর এই পরিস্থিতিতে করোনা সংক্রমণকে ঠেকাতে মানুষের উচিত করোনা পরীক্ষা করিয়ে নেওয়া এবং পাশাপাশি ভ্যাকসিন নিয়ে নেওয়া। কোথায় করা হচ্ছে করোনা পরীক্ষা? কোথায় দেওয়া হচ্ছে ভ্যাকসিন? এই দুই সার্চের ক্রমান্বয়ে উত্তর দিয়ে চলেছে Google । তাই এবার Google এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে। যাতে সমস্ত ইউজার খুব সহজে সেই প্রশ্নের উত্তর পেয়ে যান।তাই সন্ধান প্রক্রিয়াকে খানিকটা সরল করতে আপডেট করা হল Google Map ।
Google Map আপনাকে জানিয়ে দেবে আপনার নিকটবর্তী কোথায় কোভিড পরীক্ষা হতে পারে,কোথায় গেলে টিকা পেতে পারেন।এর
পাশাপাশি জানতে পারবেন টিকাকরণ কেন্দ্রের ফোন নম্বর ও সকাল কটা থেকে রাত কটা পর্যন্ত খোলা থাকবে।কীভাবে ব্যবহার করবেন Google Map-র এই নতুন ফিচার?জেনে নিন-
* Google Map ওপেন করুন
* তারপর সেখানে গিয়ে ‘Covid-19 test’ বা ‘covid testing’ লিখে সার্চ করুন।
* আপানার এলাকাতেই চিহ্নিত করে দেবে। এরপর টিকা নিতে Cowin পোর্টালে রেজিস্টার করে বুক করুন৷