এ মাসের মিড ডে মিলের সাথে পড়ুয়াদের দেওয়া হবে জুতো ও ব্যাগ,সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের।

দেশে মহামারী করোনার প্রকোপ চলছে দীর্ঘদিন ধরে।এমতাবস্থায় বিভিন্ন জায়গায় সংক্রমনের হার কে লাগাম টানার জন্য চলছে লকডাউন।স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।তবে স্কুল বন্ধ থাকলেও ছাত্র ছাত্রীদের জন্য জুতো ও ব্যাগ দিতে দেরি করছেনা রাজ্য।মিড ডে মিলের সাথেই দেওয়া হবে জুতো ও ব্যাগ।১৫ জুন অবধি চলবে লকডাউন।আর তার পরেই দেওয়া হবে মিড ডে মিল।আর এই মিড ডে মিলের সাথেই প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের দেওয়া হবে জুতো এবং পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের দেওয়া হবে ব্যাগ।মিড ডে মিলের সাথে দেওয়া হবে অ্যাক্টিভিটি টাস্ক এমনটাই জানানো হয়েছে রাজ্য শিক্ষা দফতরের তরফে।
করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে মিড ডে মিল কিভাবে দেওয়া হবে তা নিয়ে একাধিকবার নির্দেশিকা জারি হয়েছে।
মিড ডে মিল নিতে আসতে হবেনা পড়ুয়াদের।সে জায়গায় আসবেন অভিভাবকেরা ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা।এর আগে মিড ডে মিলের সাথে কখনো ছোলা,আলু,ডাল,চিনি ও সোয়াবিন দেওয়া হয়েছে।তবে বাদ গিয়েছে জুতো ও ব্যাগ।এবছর স্কুল বন্ধ থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৫ জুনের পর মিড ডে মিলের সাথে দেওয়া হবে জুতো ও ব্যাগ।