Zomato হাসপাতালে পৌঁছে দেবে Oxygen,৫০ কোটির তহবিল গড়তে পাশে দাঁড়াল Delhivery, Paytm

করোনা ভাইরাসের নতুন এই স্ট্রেনে প্রবল শ্বাসকষ্টে ভুগছেন করোনা রোগীরা। কিন্তু চাহিদা অনুযায়ী অক্সিজেনের যোগান পাওয়া যাচ্ছে না।এবার দেশের মানুষের পাশে দাঁড়াতে দু’হাত বাড়িয়ে এগিয়ে এল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato)। Zomato এর সমাজসেবী সংস্থা Zomato Feeding India এর নতুন অভিযান শুরু হয়েছে যার নাম ‘Help Save My India’।তারা সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল গুলিতে প্রয়োজনীয় অক্সিজেন এবং কোভিড সরঞ্জাম পৌঁছে দেবে তারা। জোম্যাটোর নতুন এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে ক্যুরিয়ার সংস্থা Delhivery এবং অনলাইন পেমেন্ট ও ওয়ালেট সংস্থা Paytm ।
এই অভিযানের জন্য ৫০ কোটির তহবিল গঠনের চেষ্টা করছে Zomato। এই অভিযানে Zomato-কে সাহায্য করছে Delhivery ও Paytm । রবিবার ৫০ কোটির তহবিল গঠনের জন্য ইতিমধ্যেই Donation Drive শুরু করেছে তাঁরা। টাকা উঠলেই তা দিয়ে অক্সিজেন কনসেনট্রেটর জোগানের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।অভিনব পদক্ষেপ নিচ্ছে Delhivery ও। তাঁদের বিমান সংস্থার সঙ্গে যৌথ সহাবস্থানে অক্সিজেন আমদানির সুবিধার্তে ভর্তুকিযুক্ত চার্টার্ড বিমান চালানোর পরিকল্পনা নিয়েছে।দেশে অক্সিজেনের জোগান বাড়াতে সাধ্যমতো সরকারের পাশে এসে দাঁড়িয়েছে ছোট বড় বিভিন্ন সংস্থা।