Primary TET Interview – প্রাথমিকের ইন্টারভিউ ১৮তম পর্যায় সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ !

Advertisements

Primary TET Interview – প্রাথমিক নিয়োগ নিয়ে দুর্নীতির শেষ নেই। একের পর এক মামলা হয়েছে আর তাতে পাহাড়সম দুর্নীতি সামনে উঠে এসেছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে একাধিক নেতা মন্ত্রীর সামনে এসেছে। ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছিল, তার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে সাড়ে ৪২ হাজার পদে নিয়োগ করা হয়েছিল। এই নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে কে যে বৈধভাবে পেয়েছে আর কে অবৈধ ভাবে চাকরি পেয়েছে তা বোঝা মুশকিল।

২০১৬ সালের কয়েক জন পরীক্ষার্থী অভিযোগ করেন নিয়ম মেনে এই নিয়োগ করা হয়নি, তাই তারা মামলা করেন। এই মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে দীর্ঘ শুনানি চলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অধিনে।অবশেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় নজিরহীন রায় দিয়েছেন। ২০১৬ সালের নিয়োগ করা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি। চাকরি বাতিল করার বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বলেছেন ২০১৬-র নিয়োগ প্রক্রিয়া এত বেআইনিভাবে হয়েছে যে তা বাতিল করা ছাড়া আর কোন উপায় ছিল না।

Advertisements

আরও পড়ুন – New Job Card – ১৫ দিনেই নতুন জব কার্ড! কি ভাবে আবেদন করবেন জানুন।

আর তাছাড়া এই ৩২ হাজার শিক্ষক সেই মুহূর্তে অপ্রশিক্ষিত ছিলেন। ২০২২ সালে ১১ ডিসেম্বর পর্ষদ নতুন করে প্রাথমিক টেট পরিক্ষা (Primary TET Pass) নিয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর নতুন করে টেট পরিক্ষা নেওয়া হয়েছে। পর্ষদ সভাপতি জানিয়েছিলেন দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং ছয় মাস পর পর নতুন করে টেট পরিক্ষা নেওয়া হবে। কিন্তু পর্ষদ সভাপতির কথা অনুযায়ী টেট পাস চাকরি প্রার্থীদের এখনও ইন্টারভিউ (Primary TET Interview) নেওয়া হয়নি। এমনকি এর আগের টেট পাস পরিক্ষার্থীদেরও নিয়োগ হয়নি।

তবে এবার প্রাথমিকের ইন্টারভিউ (Primary TET Interview notification) নিয়ে গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে।প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ এর ইন্টারভিউ এর জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। ইন্টারভিউ এবং অ্যাটিটিউড টেস্ট এর জন্য ১৮তম পর্যায় এর বিষয়ে অবগত করেছে পর্ষদ। আগামী ১৭-০৬-২০২৩ তারিখে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।প্রাথমিকের ইন্টারভিউ কলকাতাতেই নেওয়া হবে।কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই ইন্টারভিউয়ের সুযোগ দিয়েছে পর্ষদ।

Primary TET Interview বিজ্ঞপ্তিতে পর্ষদ কি বলেছেন?

পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য শিক্ষাবর্ষে ডিএলএড/ ডিএলএড (স্পেশাল এডুকেশন )/ বিএড প্রশিক্ষণরত অবস্থায় যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের ২৯-০৯-২০২২ তারিখ বা তার আগে ডিএলএড/ডিএলএড(স্পেশাল এডুকেশন)/বিএড প্রশিক্ষণ সম্পূর্ণ রয়েছে, তাঁদের ইন্টারভিউ (Primary TET Interview) নেওয়া হবে। আগামী ১৭-০৬-২০২৩ তারিখে এই সমস্ত চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। প্রার্থীরা ইন্টারভিউ সংক্রান্ত কললেটার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

অর্থাৎ যারা ২০২০ থেকে ২২ শিক্ষাবর্ষে ডিএলএড, ডিএড স্পেশাল এডুকেশন, এবং বিএড সম্পূর্ণ করেছেন এবং অনলাইনে নিয়ম মেনে আবেদন করেছেন তাদের জন্য মূলত এই ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পর্ষদ। চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ৪০ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি ঠেকাতে এবার একের পর এক নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ।

দুর্নীতি ঠেকাতে যা পদক্ষেপ নিচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ ?

ইন্টারভিউতে (Primary TET Interview) ভালো নম্বর পেলেও অনেক শিক্ষকই নাকি ক্লাসে ঠিকমতো পড়াতে পারেন না বলে অভিযোগ ওঠে। তাই এবারে ইন্টারভিউয়ে থাকছে চক ডাস্টার। প্রাথমিকে ইন্টারভিউতে ক্লাস নিতে হবে চাকরিপ্রার্থীদের। কিভাবে ক্লাসে পড়াবেন তা, অ্যাপটিটিউড টেস্টে চক-ডাস্টার ব্যবহার করে চাকরিপ্রার্থীদের হাতে-কলমে দেখাতে হবে। অর্থাৎ যেভাবে ক্লাসে পড়াবেন, সেভাবেই ইন্টারভিউ দিতে হবে। ক্লাসে ভালো পড়ানো শিক্ষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুন, তাই এবার সেটা ইন্টারভিউতেই দেখে নেওয়া হবে।

এখানেই শেষ নয়, এবার আর খাতায় নম্বর দেবেন না পরীক্ষকরা। প্রত্যেক পরীক্ষক যা নম্বর দেবেন, তা সরাসরি পর্ষদের সার্ভারে চলে যাবে। সঙ্গে ইন্টারভিউ (Primary TET Interview) প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও হবে। এরপর তিনজন পরীক্ষকদের দেওয়া গড় নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। এরফলে আর কারচুরি করার সুযোগ থাকবে না বলে দাবি পর্ষদের। অর্থাৎ নিয়োগে স্বচ্ছতা আনতে পর্ষদ এবার একাধিক পদক্ষেপ নিতে চলেছেন।

আরও পড়ুন – ৫৮ টাকা বিনিয়োগে পান ৮ লাখ টাকা! LIC-এর এই পলিসিতে।

Advertisements
Join Join