Awas yojana list PDF Download – পশ্চিমবঙ্গ সরকার আবাস যোজনার যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে। ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে এই সমস্ত প্রার্থীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। সমস্ত কিস্তি মিলিয়ে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন প্রত্যেকে বাড়ি তৈরির জন্য। পশ্চিমবঙ্গের যেসব নাগরিক বাংলা আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাঁরা এখনই তালিকা চেক করে দেখে নিতে পারেন আপনার নাম আছে কিনা। কিভাবে করবেন, জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
বাংলা আবাস যোজনা কী?
বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মাধ্যমে গৃহহীন ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে পাকা বাড়ি নির্মাণে সহায়তা করা হয়। এই প্রকল্পের লক্ষ্য হল রাজ্যের প্রতিটি পরিবারকে স্থায়ী আবাসন প্রদান করা। মোট ১ লাখ ২০ হাজার টাকা করে দেওয়া হয় পরিবারগুলিকে। প্রথম কিস্তি তে দেওয়া হয় ৬০০০০ টাকা, দ্বিতীয় কিস্তিতে ৪০০০০ এবং তৃতীয় কিস্তিতে বাকি ২০০০০ টাকা।
লিস্ট কিভাবে চেক করবেন?
রাজ্যের প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা করে সেই জেলার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই লিস্ট উপলব্ধ থাকবে জেলাগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে। আপনার নাম বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় আছে কিনা তা জানতে আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
- জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যান: আপনার জেলার ওয়েবসাইটে প্রবেশ করুন।
- নোটিস সেকশনে ক্লিক করুন: ওয়েবসাইটে থাকা Notice বিভাগে যান এবং Banglar Awas Yojana-2024 লিংকে ক্লিক করুন।
- ব্লক ও গ্রাম পঞ্চায়েত অনুযায়ী লিস্ট দেখুন: আপনার ব্লক ও গ্রাম পঞ্চায়েতের নামের ভিত্তিতে তালিকা ডাউনলোড করুন।
- তালিকা থেকে নাম চেক করুন: ডাউনলোড করা পিডিএফ লিস্ট খুলে নিজের নাম খুঁজুন।
- প্রয়োজনে অভিযোগ জানান: যদি আপনার নাম তালিকায় না থাকে, তাহলে নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করুন।
যদি নাম না থাকে কি করবেন?
যাঁরা তালিকায় নাম পাননি, তাঁদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ভুল সংশোধনের জন্য নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে আবেদন করা যাবে। এছাড়া, নতুন করে আবেদন করার সুযোগও দেওয়া হতে পারে।
প্রথম কিস্তির টাকা কবে আসবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসের শেষ তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। দ্বিতীয় ও তৃতীয় কিস্তি পরবর্তী সময়ে নির্ধারিত সময় অনুযায়ী প্রদান করা হবে। সেই তারিখও পরে জানিয়ে দেওয়া হবে।
রাজ্যের সমস্ত জেলার ঘরের লিস্ট 2024-25 PDF Download
উত্তর চব্বিশ পরগনা বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
দক্ষিণ চব্বিশ পরগনা বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
হাওড়া বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
হুগলি বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
কলকাতা বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড (Coming Soon)
নদিয়া বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
পশ্চিম বর্ধমান বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
পূর্ব মেদিনীপুর বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
পশ্চিম মেদিনীপুর বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড (Coming Soon)
পূর্ব বর্ধমান বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
মুর্শিদাবাদ বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
বাঁকুড়া বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড (Coming Soon)
পুরুলিয়া বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
ঝাড়গ্রাম বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
মালদহ বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
কোচবিহার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড (Coming Soon)
জলপাইগুড়ি বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
বীরভূম বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
দার্জিলিং বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
কালিম্পং বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড (Coming Soon)
আলিপুরদুয়ার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড (Coming Soon)
উত্তর দিনাজপুর বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড
দক্ষিণ দিনাজপুর বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 Pdf Download:- ডাউনলোড