College admission 2023 – বেশ কিছুদিন আগেই বেরিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীদের কলেজে ভর্তি হওয়ার পালা। আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের কলেজে অ্যাডমিশন (College admission 2023) প্রক্রিয়া । শুক্রবার এক নোটিশ এর মাধ্যমে জানায় রাজ্যের উচ্চশিক্ষা দফতর। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলতে পারে এই প্রক্রিয়া।
প্রথম মেধাতালিকা প্রকাশ হতে পারে ২০ জুলাইয়ের মধ্যে। আগামী ১ অগস্ট থেকে কলেজে স্নাতক স্তরের প্রথম সেমেস্টারের ক্লাস শুরু করতে হবে বলে জানিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। এবারও অনলাইনে আবেদন করতে হবে, এবং এর জন্য কোনো ফিস লাগবে না প্রতিবারের মতো।
আরও পড়ুন – Municipality Jobs – পশ্চিমবঙ্গের পৌরসভায় বিরাট নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে।
এবার কলেজে ভরতি (College admission 2023) হওয়া সংক্রান্ত নতুন নির্দেশিকা।
প্রতিবারের মতো এবারও মেধার ভিত্তিতে কলেজে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা। অনলাইনে ফরম ফিলাপ করার সময় কলেজ থেকে চাওয়া সমস্ত নথিপত্র স্ক্যান করে সাবমিট করতে হবে ছাত্র-ছাত্রীদের। মেধার ভিত্তিতে নাম প্রকাশ করা হবে কলেজের তরফে। অনলাইনে কলেজের ওয়েবসাইট থেকে শুধুমাত্র কলেজ ফ্রী পেমেন্ট করতে পারবে ছাত্রছাত্রীরা আর অন্য কোনভাবে পেমেন্ট করা যাবে না। ব্যাঙ্কের মাধ্যমে ফি প্রদানের সময় যাচাইয়ের জন্য যোগ্য প্রার্থীদের নাম সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। মেধাতালিকার ভিত্তিতে অ্যাডমিশন ফি পাবে ব্যাঙ্ক।।
অনলাইনের মাধ্যমে পড়ুয়ারা কলেজকে যে নথিপত্র দেবে কলেজে ভর্তি হওয়ার পর এবং ক্লাস শুরু হয়ে যাওয়ার পর কলেজ চাইলেই সেই নথিপত্র ছাত্র-ছাত্রীর থেকে আবারও দেখতে চাইতে পারে এবং সেই ছাত্র-ছাত্রী সেই নথি কলেজ কে দেখাতে অক্ষম হলে কলেজ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এডমিশন প্রক্রিয়ায় (College admission 2023) কোন গরমিল দেখা গেলে তার এডমিশন ক্যানসেল করে দেওয়া হতে পারে।
তবে যারা নতুন করে কলেজে ভর্তি হচ্ছে তাদের প্রথম থেকেই অফলাইনে ক্লাস হবে কারণ বর্তমানে আর কোভিড পরিস্থিতি নেই তার ফলে আগে যেরকম অফলাইন ক্লাস হতো সে রকম ভাবে অফলাইন ক্লাসে হবে তাদের। তাছাড়া যে সমস্ত কলেজগুলি এন্ট্রান্স এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বেছে নেয় সেই সমস্ত কলেজগুলি তাদের নিজস্ব ওয়েবসাইটে খুব শিগগিরই এন্ট্রান্স এর ডেট জানাবে। এবং এন্ট্রান্স নিয়ে মেধা তালিকা প্রকাশ করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন যে রাজ্যে কলেজে যে পরিমাণ সিট আছে তার থেকে ছাত্রছাত্রীর পরিমাণ যথেষ্ট কম তাই কারোরই কলেজে চান্স পেতে কোনরকম অসুবিধা হওয়ার কথা নয়।
আরও পড়ুন – Bandhan bank career – বন্ধন ব্যাংকের জেলায় জেলায় বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ !