Firefox Bikes – শহরে মোটরবাইকের পাশাপাশি বহু মানুষ রয়েছেন যারা ইলেকট্রিক সাইকেল কিনতে পছন্দ করেন। তাদের জন্য এক সুখবর! বাজারে এলো এক নতুন ইলেকট্রিক সাইকেল। যে সাইকেল এর ফিচার তো আপনি অবাক হবেনই সঙ্গে সঙ্গে দামও বেশ কম তার । এছাড়াও এই সাইকেল কিনলে আপনি পাবেন একদম স্মার্ট ওয়াচ (Free Smart Watch) একেবারে বিনামূল্য। চলুন এই সাইকেল এবং ফ্রী স্নার্ট ওয়াচ সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।
ভারতের নামকরা ইলেকট্রিক সাইকেল কোম্পানি Firefox Bikes, লঞ্চ করলো তাদের একটি নতুন ইলেকট্রিক সাইকেল যার নাম Tremor X. এটি আসলে তাদের সাইকেলের একটি সিরিজ যেই সিরিজের আরো একটি নতুন সাইকেল বের করলো তারা। এই সাইকেল যথেষ্ট শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে বেশ হালকা এবং আরামদায়কও। তাই এই সাইকেল চালানো অনেকে সহজ বলে মনে করেন।
আরও পড়ুন – Keyboard Shift Keys – কীবোর্ডে দু’টি Shift বোতাম কেন থাকে? ৯৯% মানুষ জানেন না।
Firefox Bikes নিয়ে এলো Tremor X।.
দশ হাজার থেকে ১৫ হাজার রেঞ্জে Firefox Bikes -এদের এই সিরিজের সাইকেল গুলি পাওয়া যায়। এ ছাড়া সেএফটির জন্য এই সাইকেলে রয়েছে ডিস ব্রেক। এই সাইকেল বর্তমানে দুটি ভেরিয়েন্ট এ পাওয়া যায়। একটি সাধারণ ব্যবহারের জন্য এবং আরেকটি ভালো স্পিডের জন্য।
বর্তমানে এই সিরিজের যে কোন সাইকেল কিনলেই আপনি পাবেন বিখ্যাত ইলেকট্রনিক ব্র্যান্ড নয়েজের প্রায় পাঁচ হাজার টাকা মূল্যের একটি নয়েজ বিট স্মার্ট ওয়াচ। মানে বুঝতেই পারছেন আপনি যদি এই সময় এই নতুন ইলেকট্রিক সাইকেল কেনেন তাহলে আপনি ন্যায্য দামে একটি ভাল সাইকেল পাওয়ার সঙ্গে সঙ্গে বিনামূল্যে একটি ভালো ব্র্যান্ডের স্মার্টওয়াচও একদম বিনামূল্যে পাবেন।
বর্তমানে শহরে এমন বহু মানুষ রয়েছে যারা এখনো সাইকেল চড়তে এবং ইলেকট্রিক সাইকেল কিনতে খুবই পছন্দ করেন। তাদের জন্য একটি এক নাম আদর্শ একটি ইলেকট্রিক সাইকেল। এই নতুন সাইকেল টিতে রয়েছে খুব সুন্দর ডিজাইন চওড়া হ্যান্ডেল, চওড়া প্যাডেল। সবচেয়ে বড় কথা এই সাইকেলটি খুবই শক্তিশালী একটি সাইকেল। তাই আপনি চাইলে একেবারে নিশ্চিন্ত মনে এই সাইকেলটি কিনতেই পারেন।
Firefox Bikes Tremor X। -এর সঙ্গে সঙ্গে একদম বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন নয়েজ কোম্পানি প্রায় ৫০০০ টাকার মূল্যের একটি স্মার্টওয়াচ। তাই দেরি না করে এক্ষুনি যান এবং কিনে নিন আপনার পছন্দমত Tremor X ফ্রিজের যেকোনো একটি সাইকেল কে, এবং এই ধরনের তথ্য আরো জানতে আমাদের সঙ্গে থাকুন।