Gramin Dak Sevak – আপনি সরকারি চাকরি খুঁজছেন কি? তাহলে আপনার জন্য এসে গিয়েছে চাকরির সুবর্ণ সুযোগ৷ বিপুল সংখ্যক শূন্যপদে গ্রামীন ডাক সেবক (Gramin Dak Sevak) নিয়োগ করা হবে। ভারতীয় ডাক সংস্থার তরফ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেকেন্ডারি স্তর বা দশম শ্রেণি পাশ যোগ্যতা থাকলেই গ্রামীন ডাক সেবক (Gramin Dak Sevak) পদের জন্য আবেদন করা যাবে।
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইতিমধ্যেই এই চাকরির জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। এই আবেদনের ক্ষেত্রে একটি বড় সুবিধা রয়েছে। যদি আবেদন করতে কোনও রকম ভুল হয়ে যায় তা ঠিক করার সুযোগও রয়েছে। হ্যা পরে আবেদনে কোনও রকম বদল করতে চাইলে আবেদনকারীরা সেই সুযোগ পাবেন। কত বেতন, কারা আবেদন করতে পারবেন,আবেদন পদ্ধতি কি বিস্তারিত আলোচনা করা হল দেখুন।
আরও পড়ুন – Asha Karmi Recruitment – রাজ্যে আবারও আশাকর্মী নিয়োগ হচ্ছে! আবেদন পত্র সহ বিস্তারিত জানুন
Gramin Dak Sevak Recruitment 2023.
- পদের নাম – গ্রামীন ডাক সেবক পদে নিয়োগ করা হবে।
- মোট শূন্যপদ – মোট ১২৮২৮ টি শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে।
- শিক্ষাগত যোগ্যতা – গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে আবেদন করতে হলে সেকেন্ডারি স্তর বা দশম শ্রেণি পাশের শংসাপত্র থাকতে হবে। সিলেবাসে অঙ্ক ও ইংরেজি বাধ্যতামূলক ভাবে পড়ে থাকতে হবে এবং ওই দুটি বিষয়েই পাশ করে থাকতে হবে। সরকার স্বীকৃত কোনও কেন্দ্রীয় বোর্ড বা রাজ্য বোর্ডের থেকে দশম শ্রেণি স্তর পাশ করে থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে। অন্তত দশম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক ভাবে স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে।
বয়সসীমা.
এই চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর (Gramin Dak Sevak) ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়স সীমায় নির্দিষ্ট ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি।
আবেদনকারীকে (Gramin Dak Sevak) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেভাবে আবেদন করবেন-
১) প্রথমেই indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
২) হোমপেজে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে লগইন ডিটেলস তৈরি করতে হবে।
৩) লগইন করে তারপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন।
৪) এরপর প্রয়োজনীয় নথি দিয়ে আপলোড করতে হবে এবং তারপর অনলাইনের মাধ্যমে আবেদন ফি দিয়ে সাবমিট করতে হবে। তাহলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।
৫) এরপর সেই ফর্মের একটি কপি সেভ করে রেখে দেবেন বা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন।
আবেসিন ফি ও আবেদনের শেষ তারিখ।
সাধারণ শ্রেণির প্রার্থীদের পরীক্ষার ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। আর মহিলা প্রার্থী, তফসিলি জাতি ও তফসিলি জনজাতি, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য কোনও আবেদন মূল্য লাগবে না।
ইতিমধ্যেই ২২ মে থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন ১১ জুন পর্যন্ত চলবে। আর আবেদন করার পর আবেদনকারী (Gramin Dak Sevak) আবেদনে কোনও রকম বদল করতে চাইলে ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বদল করার সুযোগ পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি।
প্রথমে আবেদনকারীদের (Gramin Dak Sevak) একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর সেই মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে। আবেদনকারীরা দশম শ্রেণি স্তরে যে নম্বর পেয়েছেন, তার উপর ভিত্তি করেই এই মেরিট লিস্ট তৈরি করা হবে।
আরও পড়ুন – Bandhan Bank Job – শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে বন্ধন ব্যাংকে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।