Advertisement

রাজ্যের কৃষি দপ্তরে ন্যুনতম যোগ্যতায় প্রচুর DEO তথা গ্রুপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

Group-C Requirement – বেকার চাকরি প্রার্থীদের জন্য বিশাল সুসংবাদ রয়েছে। রাজ্য সরকারের অধীনে গ্রুপ ‘সি’ লেভেলে কর্মী নিয়োগ (Group-C Requirement) করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সম্প্রতি এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য সরকারের অধীনে আপনি কোন চাকরির খোঁজ করছেন কি? তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। রাজ্য সরকারের তরফে এই নতুন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন-

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

শূন্যপদের নাম:- পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের অধীনে Data Entry Operator পদে এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:- চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। চাকরিপ্রার্থীকে কম্পিউটার বিষয়ে জ্ঞান এবং কম্পিউটারের মাধ্যমে কাজ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও কৃষি দপ্তরের অধীনে অন্তত পক্ষে ৫ বছর Data Collection/Data Entry/Data Processing কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:- উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স অতি অবশ্যই ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।

মাসিক বেতনের পরিমাণ:- উক্ত পদে নিযুক্ত চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:- সংশ্লিষ্ট শূন্যপদে আবেদন করতে চাকরিপ্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। আবেদন করবেন যেভাবে-
১) প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেখানে দ্বিতীয় পৃষ্ঠায় এই নিয়োগের যে অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন,সাদা A4 সাইজ পেপারে তার একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) তারপর সেখানে নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ভালোভাবে ফিলাপ করে ফেলতে হবে।
৪) সেই সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
৫) সবশেষে এই সবকিছু একসাথে একটি খামে ভরে খামের উপর ঠিকানা লিখে নির্ধারিত সময়ের মধ্যে স্পীড পোস্ট বা নিজের হাতে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথীপত্র:- আবেদন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে যে সব প্রয়োজনীয় নথীপত্র সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে সেগুলি হল-
১)মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর জেরক্স।
২) আধার কার্ড বা ভোটার কার্ড এর জেরক্স।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ আরও কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেটের জেরক্স।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তার জেরক্স।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তার জেরক্স।
৬) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর জেরক্স।
৭) রিসেন্ট তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:- আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা হল-
Office Of The Deputy Diarector of Agriculture (Admin),
Kalimpong, Sallabash,
9th Mile,
Post & Dist- Kalimpong,
Pin-734301,

আবেদন করার শেষ তারিখ:- Data Entry Operator পদে কর্মী নিয়োগের জন্য অফলাইন আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। এই আবেদন আগামী ২৭/০৪/২০১৩ বেলা ১১ টা পর্যন্ত চলবে।

নিয়োগ পদ্ধতি:- আবেদনকারী প্রার্থীদেরকে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-
সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগের জন্য আগামী ২৭/০৪/২০২৩ দুপুর ২ টো থেকে ইন্টারভিউ নেওয়া হবে। তাই যারা আবেদন করবেন তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের অন্তত আধ ঘন্টা আগে যাবতীয় প্রয়োজনীয় নথীপত্রের অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স সাথে নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন। ইন্টারভিউ স্থানের ঠিকানা হল-
Office Of The Deputy Diarector Of Agriculture (Admn),
Kalimpong, Sailabash, 9th Mile,
Post&Dist- Kalimpong,
Pin-734301,

আরও পড়ুন – উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে Bandhan Bank-এ কর্মী নিয়োগ করতে চলেছে!

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

Related Articles

Back to top button