Bandhan Bank Jobs – বন্ধন ব্যাঙ্কে প্রায় সারা বছর ধরেই বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া চলতে থাকে। তবে বন্ধন ব্যাংকের তরফে আলাদা করে চাকরির জন্য বিজ্ঞাপন খুব একটা প্রকাশ করা হয় না। প্রয়োজন অনুযায়ী যখন কর্মীদের প্রয়োজন হয় সেই সময় যারা আবেদন করে থাকেন তাদের মধ্যে থেকে প্রার্থী বাছাই করা হয়। তারপর তাদের প্রশিক্ষণ দিয়ে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হয়।
তবে বর্তমানে বন্ধন ব্যাঙ্কে চাকরি (Bandhan Bank Jobs) পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন মানুষ অসৎভাবে চাকরিপ্রার্থীদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেন। প্রচুর ছেলে মেয়ে এসব প্রতারণামূলক চক্রান্তের শিকার হয়েছেন। তাই এই প্রতারণামূলক চক্রান্তের থেকে বাঁচতে হলে প্রথমেই জানতে হবে কীভাবে সঠিক ভাবে বন্ধন ব্যাঙ্কে চাকরি পাওয়া যায়। সঠিক মাধ্যমে কীভাবে বন্ধন ব্যাঙ্কে চাকরি পাওয়া সম্ভব, তা নিয়েই আজ বিস্তারিত ভাবে আলোচনা করতে চলেছি-

বন্ধন ব্যাংক চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা। ( Qualification )
বন্ধন ব্যাংকে আবেদন (Bandhan Bank Jobs) করার জন্য প্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাশ হতে হবে। বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন হয়ে থাকে।
বয়সসীমা (Age Limit )
বন্ধন ব্যাংকে বিভিন্ন পদে চাকরির (Bandhan Bank Jobs) জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী কিছু কিছু পদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়।
আরও পড়ুন – Canara Bank Recruitment – ইন্টারভিউয়ের মাধ্যমে কানাড়া ব্যাঙ্কে কর্মী নিয়োগ।
মাসিক বেতন
বন্ধন ব্যাংকের চাকরির ক্ষেত্রে বেসিক বেতন প্রতি মাসে ১২,৫০০ টাকা হয়ে থাকে। তবে পদ অনুযায়ী বেতনের পরিমাণ হেরফের হয়। বিভিন্ন পদ অনুযায়ী ১৫ হাজার, ২০ হাজার, ২৫ হাজার, ৩৫ হাজার টাকা দেওয়া হয়ে থাকে।
আবেদন প্রক্রিয়া ( How to apply Bandhan bank job? )
বন্ধন ব্যাংকে চাকরির (Bandhan Bank Jobs) ক্ষেত্রে আবেদন মূলত দুইভাবে করা যায়। অর্থাৎ অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই Bandhan Bank Job এর জন্য আবেদন করতে পারবেন।
অফলাইন পদ্ধতিতে আবেদন করবেন কিভাবে জেনে নিন।
১) অফলাইনে আবেদন করার জন্য প্রথমেই নিজের নাম, কন্টাক্ট ডিটেইলস, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ইত্যাদি তথ্য দিয়ে একটি CV বা বায়োডাটা তৈরী করে নিতে হবে।
২) CV এর সাথে জুড়ে দিতে হবে আপনার যাবতীয় সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্সের জেরক্স (যদি থাকে)।
৩) সব শেষে সমস্ত কিছু একটি খামে ভরে আপনার জেলার বন্ধন ব্যাঙ্কের মেন ব্রাঞ্চের অফিসে জমা দিয়ে আসতে হবে।
অনলাইন পদ্ধতিতে আবেদন করার প্রক্রিয়া।
২) বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট (bandhanbank.com) ওপেন করুন। সেখানে ওয়েবসাইটের নিচে মেনুতে Career নামের একটি অপশন দেখতে পাবেন। Career লেখার উপর আপনাকে ক্লিক করতে হবে
৩) নতুন পেজ খুলবে এবং এই পেজের নিচে Proceed লেখাতে ক্লিক করতে হবে।
৪) এরপর Join Our Team লেখার উপর ক্লিক করলে একটি নতুন ফর্ম খুলবে।
৫) Prepared Department অপশনের অধীনে যে ডিপার্টমেন্টে আপনি চাকরি করতে ইচ্ছুক সেটি নির্বাচন করতে হবে
৬) এরপর Preferred Location এর ক্ষেত্রে যে জায়গায় চাকরি করতে ইচ্ছুক সেই জায়গার নাম বেছে নেবেন।
৭) এরপরে নতুন একটি অনলাইন ফর্ম খুলে যাবে। সঠিকভাবে ফর্ম ফিলাপ করে নিচে Continue লেখার উপরে ক্লিক করতে হবে।
৮) এবার আপনাকে নিজের বায়োডাটা অর্থাৎ CV আপলোড করতে হবে এবং মোবাইল নাম্বার, ইমেইল দিয়ে নিচের Submit লেখাতে ক্লিক করতে হবে, এর সাথেই আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে।
নিয়োগ প্রক্রিয়া ( Bandhan Bank selection process )
আবেদন করা হয়ে গেলে বন্ধন ব্যাংকের (Bandhan Bank Jobs) কর্মরত আধিকারিকেরা আপনার আবেদন পত্র যাচাই করবেন। আপনি যোগ্য প্রার্থী হলে তবেই ইন্টারভিউ এর জন্য ডাক পাবেন। বন্ধন ব্যাংকে বেশিরভাগ পদে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করে নিয়োগ করা হয়। তবে উচ্চ কিছু পদের ক্ষেত্রে ইন্টারভিউ এর সাথে সাথে গ্রুপ ডিসকাশন এর মাধ্যমেও নিয়োগ করা হয়ে থাকে।
আরও পড়ুন – উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে Bandhan Bank-এ কর্মী নিয়োগ করতে চলেছে!