Travel Guide – কোন স্টেশনে নামলে কোথায় ঘুরতে পারবেন এবার বলে দেবে রেল

Travel Guide – বেড়াতে যেতে চান কোনো টুরিস্ট স্পটে? কিন্তু কোন রেলওয়ে স্টেশনে নামলে আপনার সঠিক ডেস্টিনেশনে (Travel Guide) পৌঁছতে পারবেন? এবার সেই সমস্যার সমাধান করতেই প্রযুক্তির মাধ্যমে নতুন এক পদ্ধতি নিয়ে আসছে ভারতীয় রেলওয়ে। নির্দিষ্ট রেলওয়ে স্টেশনের সঙ্গে ওই শহরটিকে যুক্ত করে দেওয়া হবে।
এবার থেকে রেলের তরফে রেলওয়ে স্টেশনের সঙ্গে জনপ্রিয় শহর বা স্থানকে (Railway Station Link With Popular City) লিংক করে দেওয়া হবে।

Advertisements

ভারতীয় রেলওয়ে এই নতুন পদ্ধতি (Travel Guide) নিয়ে আসতে চলেছে। শনিবার থেকেই চালু হয়ে যাবে এই নয়া সিস্টেম। জনপ্রিয় শহরসহ ছোট এলাকাকে চিহ্নিত করতে যাতে যাত্রীদের সুবিধা হয় সেই কারণেই ভারতীয় রেলের তরফে রেলওয়ে স্টেশনের সঙ্গে সেই জনপ্রিয় জায়গাকে যুক্ত করে দেওয়া হচ্ছে। ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে টিকিট বুকিং এর সময় যাত্রীরা দারুণ অভিজ্ঞতা (Travel Guide) পাবেন।

আরও পড়ুন – Teacher Recruitment 2023 – বিরাট সুখবর! ২৬ হাজারেও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ, বিস্তারিত দেখে নিন

রেলের তরফে স্টেশনের সঙ্গে নির্দিষ্ট ওই স্থানটিও (Travel Guide) জানিয়ে দেওয়া হবে। রেলওয়ে স্টেশনের সঙ্গে স্যাটেলাইট সিটিগুলিকেও যুক্ত করে দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, নয়ডা থেকে নিউ দিল্লি। যাত্রীদের কাছে আরও সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় রেলের তরফে ১৭৫ টি জনপ্রিয় এলাকাকে ৭২৫টি স্টেশনের সঙ্গে লিংক করে দেওয়া হচ্ছে।

Advertisements

এই প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, যদি পরিচালনামূলক রক্ষণাবেক্ষণের কাজের জন্য নির্ধারিত স্টেশনের পরিবর্তন হয়, তাহলে ভ্রমণ পরিকল্পনাকারী (Travel Guide) যাত্রীকে বিকল্প স্টেশনও দেখিয়ে দেওয়া হবে। ই টিকিট রিজার্ভেশন (Train Ticket Booking) স্লিপ এও এই পরিবর্তন ভ্রমণ পরিকল্পনাকারী দেখতে পাবেন।

আরও পড়ুন – Dolphin – 4 জেলে যমুনা নদী থেকে ডলফিন শিকার করে রান্না করে খেলেন ! তারপর কি হল জানুন

Advertisements
Join Join