ইন্টারভিউয়ের মাধ্যমে Mid-Day-Meal প্রকল্পে গ্রুপ- সি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। রাজ্যের Mid-Day-Meal প্রকল্প বিভাগে কর্মী নিয়োগ করা হবে।ইতিমধ্যেই এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি পাওয়া অনেকটাই সহজ।এই সহজ মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ কখনোই হাতছাড়া করবেন না।চলুন তবে আর দেরি না করে এই চাকরি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক-
Mid-Day-Meal প্রকল্প বিভাগে কর্মী নিয়োগ।
পদের নাম | Block Level Assistant Accountant for CMDMP |
বয়সসীমা | প্রার্থীদের বয়স ৬৫ বছরের নীচে হতে হবে। |
বেতন | প্রতি মাসে ১১,০০০ টাকা |
শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া।
উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। উক্ত পদের ক্ষেত্রে আগে থেকে কোন রকম আবেদন করতে হবে না। আবেদনের জম্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটা নিয়ে সরাসরি ইন্টারভিউ এর দিন নির্দিষ্ট ঠিকানায় চলে যেতে হবে। আর ইন্টারভিউ এর দিন অবশ্যই আবেদনকারীকে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে।
আরও পড়ুন –Rupashree Prakalpa 2023: রাজ্যের মেয়েরা পাবে ২৫,০০০ টাকা, আবেদন পত্র টি ডাউনলোড করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- ১)বায়োডাটা,,
- ২)বয়সের প্রমাণপত্র ( মাধ্যমিকের এডমিট),
- ৩) শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট,
- ৪ ( PPO / পেনশন এর নথিপত্র।
- ৫) আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড।
ইন্টারভিউ এর সময় ও ইন্টারভিউ এর ঠিকানা।
প্রার্থীদের ১১/০৫/২০২৩ তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। উক্ত দিনে বেলা ১১ টার মধ্যে প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।
Office of the Block,
Development Officer, Muraral – II Development Block.
যারা দীর্ঘদিন ধরে কোন চাকরির খোঁজ করছেন, তাদের জন্য অবশ্যই এটি একটি বড় সুখবর।তাই এখানে আবেদন করার এমন সুযোগ কখনোই আপনারা হাতছাড়া করবেন না।
আরও পড়ুন – মাধ্যমিক পাস যোগ্যতায় ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন।