Gold Jewellery – সোনা একটি অত্যন্ত মূল্যবান ধাতু। বর্তমানে এই সোনার গহনা (Gold Jewellery) দিয়ে অনেকে বন্ধকে ঋণ নেন আবার অনেকে বিভিন্ন বিপদে তাদের কাছে থাকা সোনা বিক্রি করে টাকা নিয়ে সেই কাজে লাগান। তবে এবার থেকে আপনি চাইলেই সহজে আপনার সোনা বিক্রি করে দিতে পারবেন না কেন্দ্রীয় সরকার এবারে সোনা বিক্রয় নিয়ে এক নতুন নীতি তৈরি করছে।
এমনকি গ্রাহকরা সরাসরি পুরনো সোনা দিয়ে নতুন সোনার গহনা (New Gold Jewellery) নিতে পারবে না পুরনো সোনার (old Gold) বদলে নতুন সোনার গহনা নিতে গেলে অথবা পুরনো সোনা বিক্রি করতে গেলে গ্রাহকদের দোকানে দিতে হবে সোনা যাচাই এর প্রমাণ পত্র বা ইউনিক আইডেন্টিফিকেশন সার্টিফিকেট। সোনার ইউনিট অথেন্টিকেশন সার্টিফিকেট হল সোনার হলমার্ক সার্টিফিকেট।
আরও পড়ুন – Balika Samriddhi Yojana – পড়াশুনার সমস্ত খরচ দেবে সরকার, কেন্দ্রের এই প্রকল্পে।
বর্তমানে ভারতে কিন্তু সোনার চাহিদা তুঙ্গে দরিদ্র থেকে ধনী প্রত্যেকেই সোনার গহনা (Gold Jewellery) কেনেন আর যাতে তারা সোনার গহনা কিনতে গিয়ে কোনো কারণে ঠকে না যায় তাদের জন্যই এই নতুন নিয়ম চালু করল কেন্দ্র। ১ এপ্রিল থেকে গোটা দেশজুড়ে সোনার গয়না (Gold Jewellery) বিক্রিতে হলমার্ক বাধ্যতামূলক করা হয়েছে। দেশের আর কোন ব্যবসায়ী হলমার্ক ছাড়া কোন রকম গহনা বিক্রি করতে পারবে না। সাধারণত সোনা ১৮ থেকে ২২ ক্যারেটের মধ্যে হয়ে থাকে।
পুরনো সোনার ক্ষেত্রে আপনি যদি বিক্রি করতে চান আপনাকে দোকানে অবশ্যই হল সার্টিফিকেট দেখাতে হবে কিন্তু এই নিয়েও সমস্যায় পড়বেন অনেকে। ধরুন আপনার জরুরী ক্ষেত্রে টাকা প্রয়োজন আপনাকে এক্ষুনি গহনা বিক্রি করতে হবে এবং আপনার গহনা অনেক পুরানো আপনার কাছে হয়তো হলমার্ক (Gold Jewellery) সার্টিফিকেট নেই অথবা এই মুহূর্তে হলমার্ক পরীক্ষা করানোর সময় নেই সে ক্ষেত্রে আপনি কোন মতেই আপনার সেই গহনা বিক্রি করতে পারবেন না।
এমনকি আপনি যদি ব্যাংক থেকেও গহনা রেখে বন্ধুকে ঋণ নিতে চান সেক্ষেত্র ব্যাংক আপনার গয়নার হলমার্ক সার্টিফিকেট ছাড়া আপনার গয়না গ্রহণ করবে না সে ক্ষেত্রে ব্যাংকের ঋণ নিতেও সমস্যা দেখা দেবে। এবং বর্তমানে গয়নার হলমার্ক করানো বেশি চাপের ব্যাপার কারণ গয়নার দোকানের তুলনায় হলমার্ক সেন্টার অনেকটাই কম। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার পুরনো গয়নাগুলিকে হলমার্ক করিয়ে নিন। গয়না পিছু হলমার্ক করতে পরে ৪৫ টাকা।
তবে এই হলমার্কের নিয়মের তালিকা থেকে বেশ কিছু সোনাকে ছাড় দিয়েছে সরকার। বিদেশে রপ্তানি করার জন্য তৈরি সোনার গহনা, দু গ্রাম অথবা তার কম ওজনের সোনার গহনা, সোনার বিস্কুট সোনার পেন সোনার চামচ প্রভৃতির ক্ষেত্রে হলমার্ক থাকা বাধ্যতামূলক নয়। আপাতত এই জিনিসগুলি ছাড়া প্রত্যেকটি সোনার গহনাতে (Gold Jewellery) হলমার্ক থাকা বাধ্যতামূলক করল সরকার।
আরও পড়ুন – মানুষের একাউন্ট থেকে বাড়তি টাকা উসুল করায় অ্যাক্সিস সহ এই ৩ ব্যাঙ্কে জরিমানা করল RBI!