Old coin sell online – বিশেষ এই পুরনো নোট থাকলেই, বিক্রি করতে পারেন লাখ টাকায়।

Advertisements

old coin sell online – রাতারাতি লাখপতি বা কোটিপতি হওয়ার স্বপ্ন কে না দেখেন। তবে রাতারাতি লাখপতি হওয়া সম্ভব কি? এ যেন ‘ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন’, দেখার মত অবস্থা। তবে লাখপতি হওয়ার এই স্বপ্ন কেনা দেখতে চায় বলুন? আপনি যদি লাখপতি হওয়ার স্বপ্ন দেখেন তাহলে খুব সহজেই লাখপতি হতে পারেন তাও আবার কোন পরিশ্রম ছাড়াই। ভাবছেন তো রাতারাতি লাখপতি হবেন তার আবার বিনা পরিশ্রম এটা সম্ভব কিভাবে? হা ঠিকি শুনছেন।

পুরনো মুদ্রা এবং নোট বিক্রি (old coin sell online) করে আপনি রাতারাতি লাখপতি হতে পারেন। অনেকেই হয়ত জানেন না পুরনো মুদ্রা এবং নোট আন্তর্জাতিক বাজারে নিলাম হয়। ১ টাকা বা ২ টাকা বা ৫ টাকা বা ১০ টাকা মূল্যের পুরনো নোট বা কয়েন আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি (old coin sell online) হয়। এই নোটের দ্বারা আপনি লাখ টাকা রোজগার করতে পারেন।

Advertisements

আরও পড়ুন – Krishak Bandhu Prakalpa – মিলবে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা! সময় থাকতে এই কাজ করুন।

কথায় আছে ‘পুরোনো চাল ভাতে বাড়ে’ তেমনি পুরোনো টাকাও আপনার অর্থ ভাণ্ডারকে বাড়িয়ে তুলতে পারে।অনেকেই শখের জন্য বিভিন্ন পুরনো নোট এবং কয়েন সংগ্রহ করে রাখেন। এই ছোট শখই আপনাকে মুহূর্তেই লাখপতি করে দিতে পারে। হা এবার সেই জমানো কয়েন বা টাকা দিয়েই লাখ টাকা উপার্জন করতে পারেন। অর্থাৎ আপনি ঘরে বসেই লাখপতি বা কোটিপতি হয়ে যেতে পারেন।

Old coin sell online website.

আপনার কাছে যদি পুরনো দিনের ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকার নোট থাকে তাহলেই কেল্লাফতে। সেগুলি বিক্রি (old coin sell online) করে আপনি রাতারাতি ৬ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তবে সেই নোটগুলি কোনো সাধারণ নোট হলে চলবে না। তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে তবেই তা বিক্রি করে আপনি এই মোটা অংকের টাকা ইনকাম করতে পারবেন। নোট গুলির কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, বিক্রি করবেন কিভাবে সমস্ত বিস্তারিত জেনে নেওয়া যাক তাহলে এবার-

নোটগুলির যে সব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন?

১) নোটগুলি ১৯৭০ ও ১৯৮০ সালের হতে হবে।
২) নোটগুলির উল্টো পিঠে ট্রাক্টরের ছবি থাকতে হবে।
৩) এছাড়াও সেই নোট গুলির নম্বর যদি ৭৮৬ হয় তাহলে সেই নোট গুলি বিক্রি করে তার বিনিময়ে ৬ লক্ষ টাকা পাওয়া যাবে।

এই নোটগুলি বিক্রি করবেন কিভাবে?

এই নোটগুলি বিক্রি করার জন্য আপনাকে বাইরে কোথাও ছোটা ছুটি করতে হবে না। বর্তমান যুগ হচ্ছে অনলাইন শপিং এর যুগ। তাই আপনি বাড়িতে বসেই নোটগুলি বিক্রি (old coin sell online) করতে পারবেন। Indiamart.com, Coin Bazzar বা OLX এর মত ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট খুলে এই সমস্ত পুরনো নোট বিক্রি করতে পারেন।এই পুরনো নোট বিক্রির প্রক্রিয়া খুবই সোজা। নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করলেই খুব সহজেই পুরোনো নোট বিক্রি করতে পারবেন। নোট বিক্রির জন্য যা যা করতে হবে সেগুলি হল-

১) প্রথমেই আপনাকে Coin Bazzar /OLX / IndiaMART.com এর মতো ওয়েবসাইট গুলিতে গিয়ে নিজের একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।
২) তারপর এই নোটগুলির ছবি তুলে আপলোড করতে হবে।
৩) সেই সঙ্গে বিক্রয়কারী হিসেবে আপনার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
৪) এরপর সেই ওয়েবসাইটগুলির তরফে আপনার আপলোড করা নোট গুলির বিজ্ঞাপন দেখানো হবে।
৫) সেই বিজ্ঞাপন দেখার পর যদি কেউ সেগুলি কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে তিনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন।
৬) তারপর আপনার নোটের কোয়ালিটি অনুযায়ী মূল্য নির্ধারণ করে গ্রাহকরা আপনার কাছ থেকে নোট গুলি কিনে নেবেন।

তবে এইসব ওয়েবসাইটগুলি আপনাকে শুধু ক্রয় বিক্রয়ের (old coin sell online) সুবিধা দেবে। নিজে বিচার বিবেচনা করে তবেই জিনিস বিক্রয় করবেন। কারন ইদানিং এই ধরনের নোট বিক্রি নিয়ে চারিপাশে বহু জালিয়াতি চলছে। তাই খুব সাবধানে ভেবে চিন্তে এই নোটগুলি বিক্রি (old coin sell online) করবেন। আপনার কাছে যদি এই সমস্ত পুরনো নোট থাকে তাহলে রাতারাতি তা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে।

আরও পড়ুন – Primary Tet scam – অনিশ্চয়তার মুখে দাঁড়ানো ৩২ হাজার শিক্ষকের পাশে দাঁড়ালেন ফব।

Advertisements
Join Join