Post office Recruitment – মাধ্যমিক পাশ যোগ্যতায় পোস্ট অফিসে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ।

Advertisements

Post office Recruitment – সুখবর সুখবর সুখবর! চাকরি প্রার্থীদের জন্য সুখবর রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিসে (Post office Recruitment) কর্মী নিয়োগ করা হবে। পোস্ট অফিসের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের যে কোনো যে কোন জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন, বয়সসীমা সহ বিস্তারিত আলোচনা করা হল। যে সমস্ত কর্মপ্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে বিস্তারিত দেখে নিন।

Post office Recruitment 2023.

নিয়োগকারী সংস্থাপোস্ট অফিস
পদের নামসুপারভাইজার (Post Office Supervisor)
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
Post office Recruitment
Advertisements

শিক্ষাগত যোগ্যতা

Post office Recruitment এক্ষেত্রে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা মেকানিকাল / অটোমোবাইল এ ডিগ্রি বা ডিপ্লোমা পাশ করলে সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

Advertisements

আরও পড়ুন – Post Office Scheme – পোস্ট অফিসে টাকা রাখবেন বলে ভাবছেন? নিশ্চিত ভবিষ্যতের জন্য এই সব স্কিমে বিনিয়োগ করতে পারেন

বয়সসীমা

Post office Recruitment for Supervisor আবেদনকারী প্রার্থীদের বয়স ২২-৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও কেন্দ্র সরকারের কর্মীরা ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

কীভাবে আবেদন করতে হবে

প্রার্থীদের অফলাইন মাধ্যমে বায়োডাটা বা আবেদন পত্র জমা করতে হবে। আবেদন পত্রটি যেভাবে ফিলাপ করবেন-
১) প্রথমে নিজের নাম লিখতে হবে, এরপর বাবার নাম নিজের ঠিকানা সঠিক স্থানে লিখতে হবে।
২) এরপর ০১/০৭/২০২৩ অনুযায়ী নিজের বয়েস লিখতে হবে।
৩) নিজের শিক্ষাগত যোগ্যতার বিবরণ সহ কাজের অভিজ্ঞতা তথ্য সঠিক স্থানে লিখতে হবে।
৪) নিজের দুই কপি রঙিন ছবি লাগবে। এক কপি স্বাক্ষর করে নির্দিষ্ট স্থানে জুড়ে দিতে হবে।আরেকটি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।

আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে

আবেদনকারীদের আনেদন পত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলি জমা করতে হবে সেগুলি হল-
১) প্রার্থীর ভোটার আইডি কার্ড, প্যানকার্ড বা রেশন কার্ড।
২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
৩) অভিজ্ঞতার শংসাপত্র,
৪) জাতিগত শংসাপত্র(যদি থাকে),
৫) প্রার্থীর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।

আবেদন জমা করার ঠিকানা

প্রার্থীরা যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাবেন-
The Senior Manager, Mail Motor Service, C-121,
Naraina Industrial Area phase-1, Naraina,
New Delhi-110028.

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনকারী প্রার্থীরা ১৯/০৯/২০২৩ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন।

আরও পড়ুন – Laxmi bhandar – রাজ্যে মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে ১০০০ টাকা দেওয়া দাবি তৃণমূল বিধায়কের।

Advertisements
Join Join