Home » Invest » Post Office Scheme – ১ হাজার টাকায় পান লক্ষ লক্ষ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে দারুন লাভ,

Post Office Scheme – ১ হাজার টাকায় পান লক্ষ লক্ষ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে দারুন লাভ,

Post Office Scheme – পোস্ট অফিসের স্কিমে দারুন লাভ, মিলবে মোটা টাকা। আজকের প্রতিবেদনে তারই খোঁজ দেব আমরা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়তে হবে। তাহলে এই সুবর্ণ সুযোগটির সদ্ব্যবহার আপনিও উঠাতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনেক মানুষেরইপছন্দ নিরাপদ বিনিয়োগ ও সাথে চমৎকার রিটার্ন, সেক্ষেত্রে একমাত্র জায়গা হতে পারে পোস্ট অফিস সেভিংস স্কিম (Post Office Scheme 2024) , যা বর্তমানে এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। শিশু থেকে বয়স্ক সকলেই এখন সঞ্চয় প্রকল্পের প্রতি উৎসাহী, তাই পোস্ট অফিস বিভিন্ন আকর্ষণীয় স্কিম এনেছে তার গ্রাহকদের জন্য, যার ফলে পোস্ট অফিসের বিনিয়োগ করলে পেয়ে যেতে পারেন লক্ষ লক্ষ টাকা। আসুন জেনে নিই কীভাবে উপার্জন করবেন সেই লক্ষ লক্ষ টাকা।

Post office scheme -এ ‘ডাবল’ ইনকাম গ্যারান্টি

পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে পাঁচ বছরের জন্য টাকার নিরাপদ বিনিয়োগ ও সাথে রয়েছে চমকপ্রদর রিটার্ন। তাই অনেকেই এই পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করছেন। নিরাপত্তা ও শক্তিশালী রিটার্ন দুয়ের মেলবন্ধন বলা যেতে পারে এই স্কিম।

Post office scheme -এ সুদের হার

৭.৫ শতাংশ হারে এইচকিমে সুদ পাবেন গ্রাহক। প্রত্যেক মানুষই উপার্জনের একটি ছোট্ট অংশ সঞ্চয় করেন, তাই সঞ্চয়টি এমন জায়গা বিনিয়োগ করতে হবে যেখানে ভালো রিটার্ন পাওয়া যায় এবং তার সাথে পাওয়া যায় নিরাপত্তাও। পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের পাশাপাশি এই টাইম ডিপোজিট স্কিমটি দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে, যাকে সেরা সঞ্চয় স্কিম হিসাবে আখ্যা দেওয়া হচ্ছে। বিভিন্ন বিনিয়োগকারীরাই এই স্কিমে বিনিয়োগ করে চলেছেন নিশ্চিত লাভের আশায়।

Post office scheme -এ কর ছাড়ের সুবিধা

এই স্কিমে বিনিয়োগ করলে ১৯৬১ ধারা 80 এর অধীনে কর ছাড়ের বিশেষ সুবিধা রয়েছে। এই স্কিমটিতে অ্যাকাউন্ট জয়েন্ট কিংবা একক উভয়ই হতে পারে। দশ বছরের বেশি বয়সী শিশুর একাউন্ট তার পরিবারের সদস্যদের মাধ্যমে খুলতে হবে। ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করে অ্যাকাউন্ট খোলা সম্ভব।

Post office scheme -এ বিনিয়োগের সময়সীমা

সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে, তবে সর্বনিম্ন এক বছর টাকা জমা দিতেই হবে।এক বছরের জন্য বিনিয়োগ করলে গ্রাহকরা ৬.৯ শতাংশ হারে সুদ পাবেন। যদি কেউ দুই বা তিন বছরের জন্য বিনিয়োগ করেন তিনি ৭ শতাংশ হারে সুদ পাবেন, আর কোন গ্রাহক যদি পাঁচ বছরের জন্য এই পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে তিনি ৭.৫ শতাংশ পাবেন অর্থাৎ সে ক্ষেত্রে গ্রাহকদের বিনিয়োগ দ্বিগুণ হতে পাঁচ বছরের বেশি সময় লাগবে।

Post office scheme -এ সুদের মাধ্যমে মোট আয়

কোন গ্রাহক যদি পাঁচ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তার ওপরে ৭.৫ শতাংশ পেলে তার আমানতের উপর তিনি মোট সুদ পাবেন‌ ২ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা। অর্থাৎ ওই ব্যক্তি ম্যাচুরিটির সময় তার বিনিয়োগের অর্থ ও সুদের পরিমাণ সহ মোট পাবেন ৭ লক্ষ ২৪ হাজার ৯৭০ টাকা। আজই এই স্কিমের সুবিধা নিন এবং নিজেকে লাভবান করে তুলুন।

About Author
Priya Roy

Priya Roy

I'm Priya Roy, a Content Writer at Sakaler Barta News Protal with 3+ years of experience. I am writing basically any type of general news like government scholarship, government projects, economic, etc.
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.