Ration Items List – প্রতিমাসের শুরুতেই দেশের সমস্ত রেশন কার্ড হোল্ডারদের ক্যাটেগারি অনুযায়ী নির্দিষ্ট মাল বরাদ্দ করে তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। ডিসেম্বর মাসেও তার ব্যাতিক্রম হয়নি। তবে এবারের রেশন তালিকায় যা দেখা যাচ্ছে তা বিশেষ সুখবর বলা যায় রেশন উপভোক্তাদের জন্য। এমাসে রেশনে মিলবে অঢেল সামগ্রী। কোন কার্ডে কত পাবেন? দেখে নিন তালিকা।
অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড (AAY Ration Card)
যাদের কাছে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড রয়েছে, তাদের জন্য এই মাসে বরাদ্দ হয়েছে প্রচুর সামগ্রী। ডিসেম্বর মাসে প্রতিটি পরিবার পাবে ২১ কেজি চাল, ১৩.৩ কেজি আটা অথবা ১৪ কেজি গম (উপলব্ধতা অনুযায়ী) এবং ১ কেজি চিনি। অন্ত্যোদয় কার্ডধারীরা সাধারণত অতি দরিদ্র শ্রেণির অন্তর্ভুক্ত, তাই এই বরাদ্দ তাদের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড (SPHH & PHH Ration Card)
এই দুই ধরনের কার্ডধারীদের জন্য রয়েছে মাথাপিছু বরাদ্দ। প্রতি সদস্যের জন্য পাওয়া যাবে ২.৫ কেজি চাল এবং ২ কেজি গম অথবা ১ কেজি ময়দা। দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই বরাদ্দ কার্যকরী ভূমিকা পালন করবে।
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা (RKSY-I & RKSY-II Ration Card)
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I) এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II) কার্ডধারীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। RKSY-I কার্ডধারীরা এই মাসে প্রতি সদস্য ৫ কেজি করে চাল পাবেন। অন্যদিকে, RKSY-II কার্ডধারীদের জন্য বরাদ্দ হয়েছে মাথাপিছু ২ কেজি চাল।
স্পেশাল প্যাকেজ: জঙ্গলমহল, পাহাড়ি অঞ্চল ও চা বাগান কর্মীরা
জঙ্গলমহল এলাকায় বসবাসকারী রেশন গ্রাহকদের জন্য বরাদ্দ করা হয়েছে বাড়তি রেশন সামগ্রী। একইসঙ্গে, পাহাড়ি অঞ্চলের বাসিন্দা এবং চা বাগানের শ্রমিকদের জন্যও বিশেষ বরাদ্দের ঘোষণা করেছে সরকার। এটি এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রেশন কার্ড ও সামগ্রীর স্বচ্ছতা বজায় রাখতে উদ্যোগ
সম্প্রতি রেশন বিতরণ ব্যবস্থায় জালিয়াতি রোধে কেন্দ্র এবং রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। রেশন সামগ্রী বিতরণে ডিজিটাল প্রযুক্তি ও আধুনিকীকরণের মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া, রেশন কার্ডধারীদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য বিভিন্ন প্রচারমূলক কর্মসূচি চালু করা হয়েছে।