RRB Group D Recruitment – RRB শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে নিয়োগ চলছে এবং তার যোগ্যতা, বয়সসীমা এবং আবেদনের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করব আমরা এই প্রতিবেদনে। দেখে নিই সেগুলি এক নজশীম কী কী পদে নিয়োগ করা হবে? ১) নন টেকনিক্যাল পোস্ট, ২)টেকনিক্যাল পোস্ট।
নন টেকনিক্যাল পোস্ট বলতে যেগুলি বোঝায় সেগুলি হল: অ্যাটেনডেন্ট, অ্যনসিস্ট্যান্ট পয়েন্ট ম্যানুইকপার গেটম্যান। টেকনিক্যাল পোস্টের অন্তর্গত যে সমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল : হেল্পার, হেল্পার ট্র্যাক মেশিন, ট্র্যাক মেশিন হেল্পার, হেল্পার সিগনাল
RRB Group D Recruitment 2024
আবেদনের যোগ্যতা : আই টি আই এর সার্টিফিকেট থাকতে হবে।
বয়স সীমা: আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে তবে ওবিসি দের জন্য তিন বছর এসসি এসটিদের জন্য বয়সের ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদনের তারিখ : আর আর বি নোটিসে উল্লেখ করা রয়েছে আবেদন করতে গেলে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই করতে হবে।
বেতন : মাসিক বেতন ১৮০০০ থেকে ২৮,০০০ হাজারের মধ্যে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে গেলে প্রথমেই আবেদনকারীর নিজের নাম জন্মতারিখ ও আধার নম্বরটি সঠিক দিয়ে বিবরণটি পূরণ করতে হবে । তারপর পাসপোর্ট ফিলাপের সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সে মোবাইলে ওটিপিটি ব্যবহার করতে হবে এবং নিজের মত পছন্দের পদ বেছে নিতে হবে। অনলাইনের মাধ্যমেই আবেদন ফি জমা করতে হবে এবং নিজের ভাষা নির্বাচন করতে হবে।
এরপর নিজের সমস্ত ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটটি জমা দিতে হবে। আশা করা যায় আজকের এই প্রতিবেদনে আমরা সমস্ত খুঁটিনাটি তথ্য গুলি তুলে ধরতে পারলাম যাতে করে আবেদন করতে কোন রকম কোন অসুবিধায় পড়তে না হয়।
RRB নিয়োগ প্রক্রিয়া
- কম্পিউটার পরীক্ষা অর্থাৎ cbt
- শারীরিক পরীক্ষা
- নথি ক্ষমতাকরন
সি বি টির পরীক্ষার ধরন
- ফুল মার্কস ১০০
- মোট প্রশ্ন ১০০, নেগেটিভ মার্কিং রয়েছে।
- সময় ৯০ মিনিট
- এম সি কিউ প্যার্টানের পরীক্ষা।
সিলেবাস
- সাধারণ জ্ঞান ২০ নম্বরের।
- অংক ২৫ নম্বর
- সাধারণ বিজ্ঞান ২৫ নম্বর
- যুক্তি ৩০ নম্বর।
পুরুষ এবং মহিলাদের শারীরিক পরীক্ষাপাস করতে গেলে যা যা করণীয় সেগুলি হল:
পুরুষদের ক্ষেত্রে
- ৩৫ কেজি মাল বহন করতে হবে
- দু মিনিটে ১০০ মিটার ও হাজার মিটার রান শেষ করতে হবে ৪:১৫ সেকেন্ডে
মহিলাদের ক্ষেত্রে
- ২০ কেজি মাল বহন করতে হবে।
- দু মিনিট সময় ১০০ মিটার ও ৫.৪০ সেকেন্ডে হাজার মিটার রান শেষ করতে হবে।