SBI Recruitment – দীর্ঘদিন ধরে ব্যাঙ্কে চাকরি খুঁজছেন কী? তাহলে আপনার জন্য দারুন সুযোগ করে দিয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SCO) পদে নিয়োগের (SBI Recruitment) জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোন রকম লিখিত পরিক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। নিয়োগের চূড়ান্ত নির্বাচনের পরে স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখায় প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে। আবেদনের ক্ষেত্রে শূন্যপদ কত,শিক্ষাগত যোগ্যতা কি, বয়স, বেতন,আবেদনের তারিখ সহ বিস্তারিত জেনে নিন।
স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ | SBI Recruitment 2023.
নিয়োগকারী সংস্থা – স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)।
শূনুপদের সংখ্যা – প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট ২৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে। ভাইস প্রেসিডেন্ট ট্রান্সফরমেশন),সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ- প্রোগ্রাম ম্যানেজার,সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ- কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং (ইনবাউন্ড ও আউটবাউন্ড), সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ- কমান্ড সেন্টার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড (মার্কেটিং),সহকারী মহাব্যবস্থাপক (বিপণন) / প্রধান ব্যবস্থাপক (বিপণন) এই সব শূন্যপদে নিয়োগ (SBI Recruitment) করা হবে।
শিক্ষাগত যোগ্যতা।
আগ্রহী প্রার্থীদের এই সব পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী, প্রাসঙ্গিক বিষয়ে MBA / PGDM সহ BE বা B.Tech বা CA পাস হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বার্ষিক বেতন।
পদ অনুযায়ী প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন দেওয়া হবে। যেমন- ভাইস প্রেসিডেন্ট (ট্রান্সফরমেশন) – এই পদের ক্ষেত্রে ৫০.০০ লক্ষ থেকে ৭৫.০০ লক্ষ, সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ (প্রোগ্রাম ম্যানেজার) – ২২.০০ লক্ষ থেকে ৩০.০০ লক্ষ, সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং (ইনবাউন্ড এবং আউটবাউন্ড) – ২২.০০ লক্ষ থেকে ৩০.০০ লক্ষ, সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ (কমান্ড সেন্টার) – ২২.০০ লক্ষ থেকে ৩০.০০ লক্ষ, নিয়মিত পোস্ট অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল V – ৮৯৮৯০-২৫০০/২ ১৪৮৯০-২৭৩০/২-১০০৩৫০ চিফ ম্যানেজার (মার্কেটিং) ম্যানেজমেন্ট গ্রেড স্কেল IV – ৬০১০ ২২২০/৪৮৪৪৯০- ২৫৫০/২-৮৯৮৯০ টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি ও আবেদন ফী।
এই SBI Recruitment-এ আগ্রহী প্রার্থীদের SBI এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। উক্ত পদগুলিতে আবেদন করতে সাধারণ / EWS/OBC প্রার্থীদের আবেদনের ফি হিসেবে ৭৫০ টাকা দিতে হবে। আর SC/ST/PWBD প্রার্থীদের জন্য কোন আবেদন ফি লাগবে না।
আবেদনের তারিখ – অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ জুন থেকে এবং এই আবেদন প্রক্রিয়া ২১ জুন ২০২৩ পর্যন্ত চলবে।
নির্বাচন প্রক্রিয়া।
এই নিয়োগের (SBI Recruitment) জন্য কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থীদের শর্টলিস্টিং, ইন্টারভিউ এবং সিটিসি মধ্যস্থতার মাধ্যমে নির্বাচন করা হবে। সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে কোনও আপডেট পেতে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। ভারতীয় স্টেট ব্যাঙ্কে চাকরির (SBI Recruitment) এই সুযোগ হাতছাড়া করবেন না। তাই আর দেরি না করে এক্ষুনি আবেদন করে ফেলুন।
আরও পড়ুন – HS Routine 2024 – ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন! Download PDF.