Ration card – রেশনে চালু কড়াকড়ি নিয়ম, একের পর এক কার্ড বাতিল করা হচ্ছে, আপনারটা আছে তো এখনো ?

Ration card blacklist – রেশন ব্যবস্থা দেশের কোটি কোটি দরিদ্র মানুষের অন্ন সংস্থানের উৎস। প্রতিমাসে রেশন কার্ড দেখিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফ থেকে ফ্রি রেশন সামগ্রী লাভ করেন বহু অসহায় মানুষ। তবে এবার সেই সুবিধা বন্ধ হতে চলেছে অনেকের জন্য। কারণ সম্প্রতি রেশনের নিয়মে অত্যন্ত কড়াকড়ি চালু করেছে কেন্দ্রীয় সরকার। কার্ডের পর কার্ড ধরে ধরে বাতিল করা হচ্ছে। যারা নতুন আইন মানবেন না আগামী দিনে তাদের সকলের রেশন বন্ধ করা হবে এবং সেই সঙ্গে মোটা টাকা জরিমানার শাস্তিও দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Advertisement

কেন বাতিল (Ration card blacklist) হচ্ছে রেশন কার্ড?

সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, প্রকৃত উপভোক্তাদের কাছে রেশন পরিষেবা পৌঁছে দেওয়া এবং যারা বেআইনি উপায়ে রেশন সুবিধা গ্রহণ করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। দেশের প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন সুবিধা পাচ্ছেন, তবে এই সুবিধা শুধুমাত্র দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলির জন্য নির্ধারিত। কিন্তু বেশ কিছু অসাধু ব্যক্তি বেআইনিভাবে রেশন সুবিধা গ্রহণ করছেন, যার ফলে সরকারের সম্পদের অপচয় হচ্ছে। এজন্য, সমস্ত রেশন কার্ড পুনরায় যাচাই করার কাজ শুরু করা হয়েছে।

Advertisement

ই-কেওয়াইসি (E-kyc) প্রক্রিয়া বাধ্যতামূলক

এবার থেকে রেশন ব্যবস্থায় ই-কেওয়াইসি (Ration card e-kyc) প্রক্রিয়া চালু করা হয়েছে। এর মাধ্যমে রেশন কার্ডধারীদের তথ্য যাচাই করা হবে। প্রত্যেকটি নাগরিকের সঠিক তথ্য প্রদান বাধ্যতামূলক। যদি কেউ ভুয়া বা জাল নথি দিয়ে রেশন সুবিধা গ্রহণ করেন, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না করলে রেশন কার্ড বাতিল করা হতে পারে।

Advertisement

নিয়ম না মানলেই কঠিন শাস্তি

সরকারের নতুন নিয়ম অনুযায়ী, যারা অনুপযুক্তভাবে দীর্ঘদিন ধরে রেশন কার্ডের সুবিধা গ্রহণ করছেন, তাদের উপর জরিমানা ধার্য করা হবে। এমনকি প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং জেলও হতে পারে। রেশন কার্ডের নিয়ম না মেনে চললে কার্ড বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

Advertisement

জনগণের জন্য নির্দেশিকা

সরকারের পক্ষ থেকে নতুন কিছু নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, যেগুলি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ

  1. শুধুমাত্র সেই পরিবারগুলি রেশন সুবিধা পাবে, যারা দারিদ্রসীমার নিচে আছেন।
  2. রেশন কার্ড ব্যবহার করতে হলে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তা না হলে কার্ড বাতিল করা হবে।
  3. যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে রেশন সুবিধা নেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
  4. যারা বেআইনি ভাবে রেশন সুবিধা নিচ্ছেন, তাদের অবিলম্বে সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
About Author
Priya Roy

Priya Roy

I'm Priya Roy, a Content Writer at Sakaler Barta News Protal with 3+ years of experience. I am writing basically any type of general news like government scholarship, government projects, economic, etc.
sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.