West Bengal News – বাংলায় নতুন ৭ জেলা হচ্ছে তা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন। প্রশাসনিক কাজের সুবিধার জন্য আগেই জেলা ভাগের কথা জানিয়েছিলেন তিনি। ২০২২ সালের ২ আগস্ট এই নতুন ৭টি জেলা তৈরির ছাড়পত্র দিয়েছেন রাজ্য মন্ত্রিসভা। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়িত হতে চলেছে। বুধবার নবান্ন সভাঘরের এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জেলার সংখ্যা বৃদ্ধির ওপর রাজ্য প্রশাসনকে (West Bengal News) জোর দেওয়ার কথা জানিয়েছেন।
সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই বাংলা ৭টি নয়া জেলা পেতে চলেছে। আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বাড়তি সুবিধা এবং উন্নতমানের পরিষেবা দিতেই এই সাত নতুন জেলা তৈরি করছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নতুন জেলা গঠনের বিষয়ে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নিজেই রাজ্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহন করতে বলেছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের (West Bengal News) মানচিত্রে নতুন ৭টি জেলা জায়গা পেতে চলেছে।
আরও পড়ুন – Make money on YouTube – ইউটিউব থেকে ভালো টাকা কামাতে চান? তাহলে অবশ্যই পড়ুন এটি ! সহজ কিছু টিপস।
বাম আমলে বাংলায় মেদিনীপুর ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার জন্ম হয়েছিল। আবার পশ্চিম দিনাজপুর ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলারও জন্ম হয়েছে। অর্থাৎ বাম জমানায় নতুন ৪টি জেলা তৈরি হয়েছিল। আর মমতার আমলে জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়েছে। দার্জিলিং থেকে কালিম্পং জেলা তৈরি হয়েছে। একইভাবে বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা তৈরি হয়েছে। আবার পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রামকে আলাদা করে পৃথক জেলা গড়া হয়েছে।
যে যে জেলাগুলি ভাগ হল একনজরে সেই জেলাগুলির (West Bengal News) নাম দেখে নিন।
উত্তর ২৪ পরগনা থেকে বসিরহাট মহকুমাকে আলাদা করে পৃথক বসিরহাট জেলা এবং বনগাঁ মহকুমাকে আলাদা করে পৃথক ইচ্ছামতী জেলা, দক্ষিণ ২৪ পরগনা জেলাকে ভেঙে পৃথক সুন্দরবন জেলা, বাঁকুড়া ভেঙে পৃথক বিষ্ণুপুর জেলা হবে। এছাড়াও মুর্শিদাবাদ জেলা ভেঙে ৩টি পৃথক জেলা গড়া হচ্ছে। এগুলি হল জঙ্গিপুর, বহরমপুর ও কান্দি। বসিরহাট, ইচ্ছামতী, কান্দি ও জঙ্গিপুর জেলায় ১টি করেই মহকুমা থাকবে।
ডোমকল, বহরমপুর ও লালবাগ মহকুমা, বহরমপুর জেলার মধ্যে থাকবে। সোনামুখীকে পৃথক মহকুমার মর্যাদা দেওয়া হতে পারে ও তা নয়া বিষ্ণুপুর জেলার মধ্যে থাকবে। এর বাইরে আমতা ও গড়বেতাকে পূর্ণাঙ্গ মহকুমার স্বীকৃতি দেওয়ারও পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আরও কিছু নতুন জেলা সৃষ্টির প্রস্তাব আগামী দিনে আসে কিনা, ওয়াকিবহাল মহল সেদিকেও তাকিয়ে রয়েছে।
নতুন জেলাগুলি হওয়ার ফলে কি কি সুবিধা হবে।
রাজ্যে জেলার (West Bengal News) সংখ্যা বাড়লে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। মানুষ হাতের কাছেই বিভিন্ন উন্নত পরিষেবা পাবেন। তেমনই সরকারের খরচও অনেকটাই বাড়বে। অর্থাৎ কিছু ক্ষেত্রে আর্থিক বরাদ্দও বাড়বে। আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বাড়তি সুবিধা এবং উন্নতমানের পরিষেবা দিতেই মুখ্যমন্ত্রী এই সাতটি নতুন জেলা তৈরি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ইতিমধ্যেই রাজ্যে নয়া ৫ টি জেলা তৈরি হয়েছে। আর এবার নতুন করে আরও ৭ টি জেলা তৈরি হচ্ছে। এই নতুন সাত জেলা তৈরি হলে মুখ্যমন্ত্রীর তৈরি জেলার সংখ্যা ১২ হতে চলেছে।
আরও পড়ুন – Weather Report – গরম অস্বস্তি বাড়াবে কী? নাকি নামবে স্বস্তির বৃষ্টি! কী জানাল আবহাওয়া দফতর!