সকলেই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেন। নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যেই আমরা পড়াশোনা করি। পড়াশোনা শেষ করার পর সকলের একটাই উদ্দেশ্য থাকে যে কোন উপায়ে একটা ভালো চাকরি। যে কোন চাকরি পাওয়ার স্বপ্ন পূরণের জন্য সবার আগে সঠিক প্রস্তুতি প্রয়োজন। কারন চাকরি পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। চাকরি পেতে হলে কয়েকটি ধাপ পার করতে হয়। চাকরির পরীক্ষার প্রস্তুতি পর্যায়টা খুবই কঠিন।
সরকারি চাকরি পরীক্ষায় (Government Job Exam) উত্তীর্ণ হতে গেলে তার জন্য ভাল করে প্রস্তুতি নিতে হয়। লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ (Interview) এর উপরেও গুরুত্ব দিতে হয়। চাকরি পাওয়ার প্রথম ধাপ হল লিখিত পরিক্ষা। লিখিত পরিক্ষায় সফল হলেই মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হয়।তারপরেই চাকরিতে যোগদান করা সম্ভব।
আরও পড়ুন – Lakshmir Bhandar – বন্ধ হয়ে যাবে আপনার লক্ষীর ভাণ্ডার! তাড়াতাড়ি এই কাজ করুন।
অনেক চাকরি প্রার্থীরা লিখিত পরিক্ষায় সফল হলে ইন্টারভিউতে গিয়ে আটকে যায়। ইন্টারভিউতে কেমন কী প্রশ্ন করা হবে সেই নিয়ে অনেক প্রার্থীদের চিন্তার শেষ থাকে না। আর তাছাড়া চাকরির ইন্টারভিউ (Interview) দিতে যাওয়ার আগে নার্ভাস হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কারন সরকারি চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ হল ফাইনাল রাউন্ড।এই পরিক্ষায় পাস করলেই চাকরি নিশ্চিত।
তাই যারা ইন্টারভিউ নেন তাঁরা প্রার্থীদের এমন এমন কিছু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করেন যা শুনে প্রার্থীরা ঘাবড়ে যান।প্রশ্নগুলি শুনে প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়ে, আর এই কারনে জানা উত্তরও ভুল করে আসেন। এসব প্রশ্ন করার কারণ হল প্রার্থীদের মনের অবস্থা যাচাই করা। ইন্টারভিউগুলিতে সাধারণ জ্ঞান ভিত্তিক প্রশ্নও করা হয়। আর এটি এমন একটি বিষয় যা মুখস্ত করার প্রয়োজন হয় না। তাই যে কোনো চাকরির ক্ষেত্রে সাধারণ জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ।আজ আমরা আপনাদের জন্য ইন্টারভিউতে আসার মত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। যা আপনাদের নলেজ বাড়াতে সাহায্য করবে। চলুন তবে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক।
১) প্রশ্ন : খাওয়ার জন্য কেনা হয়, তবে খাওয়া যায় না, কী বলুন তো?
উত্তর : প্লেট
২) প্রশ্নঃ ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি?
উত্তরঃ তার ছায়া।
৩)প্রশ্ন:- পশ্চিমবঙ্গের নাম আগে কী ছিল?
উত্তর:- গ) বঙ্গ (Banga)
মহাভারত, পুরাণ অনুযায়ী প্রাচীনকালে বলী নামে একজন রাজা ছিলেন। বলি রাজার ৫ সন্তান ছিল। এদের নাম ছিল – অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুন্ড্র ও সূক্ষ্ম। বলি রাজা তার পাঁচ পুত্রকে পাঁচটি রাজ্যের রাজা করেন। বঙ্গ নামের পুত্রটি পায় এই অঞ্চল এবং তার নামেই রাজ্যের নাম হয় বঙ্গ।যা এখন পশ্চিমবঙ্গ নামে পরিচিত।
আরও পড়ুন – Scholarship 2023 – মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য “ভগবত গীতা স্কলারশিপ” চালু করা হয়েছে।