Ration Items – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিওয়ালি বোনাস। দীপাবলিতে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Govt.) বাড়তিরা রেশনের ঘোষণা। সাধারণ মধ্যবিত্ত মানুষের মুখে এক টুকরো হাসি ফুটে উঠেছে। চলছে উৎসবের মরশুম কালীপুজো ভাইফোঁটা মিটলেও এখনো রয়েছে ছট্ পুজো, জগদ্ধাত্রী পুজোর মতো নানান উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যের খাদ্য দপ্তরের নয়া ঘোষণা। আসুন জেনে নিই কারা কারা এই সুবিধা পাবেন এবং কী কী সুবিধা পাবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে।
চলুন দেখে নেওয়া যাক এক নজরে দীপাবলিতে বরাদ্দ বাড়তি (Ration Items) রেশনের তালিকা
AAY Card বা অন্ত্যোদয় রেশন কার্ড :
- প্রত্যেক পরিবার পিছে ২১ কেজি করে চাল।
- এক কেজি চিনি। যা কিনতে টাকা দিতে হবে।
- সম্পূর্ণ বিনামূল্যে ১৩ কেজি ৩০০ গ্রাম আটা।
SPHH বা বিশেষ অগ্রগতিপ্রাপ্ত রেশন কার্ড:
- কার্ড প্রতি ১ কেজি ৯০০ গ্রাম আটা।
- কার প্রতি তিন কেজি চাল।
PHH বা অগ্রগতি প্রাপ্ত রেশন কার্ড:
- কার্ড প্রতি তিন কেজি করে চাল।
- কার পিছু এক কেজি ৯০০ গ্রাম আটা।
RKSY বা আরকেএসওয়াই ১ কার্ড
- কার্ড প্রতি ৫ কেজি করে চাল।
RKSY বা আরকেএসওয়াই ২ কার্ড
- কার্ড প্রতি দু কেজি করে চাল।
এছাড়াও বরাদ্দর রেশন হিসেবে এ এ ওয়াই ও এস পি এইচ এইচ রেশন কার্ডের ৩০ টাকা কেজি দরে এক কেজি ভর্তুকিযুক্ত ময়দা ও ৩২ টাকা কেজি দরে এক কেজির ভর্তুকিযুক্ত চিনি পাওয়া যাবে বলেই জানানো হয়েছে। তবে আর কে এস ওয়াই টু আর কে এস ওয়াই ওয়ান ও পি এইচ এইচ কার্ডে কোন অতিরিক্ত রেশন (Ration Items List) বরাদ্দ করা হয়নি।
কবে থেকে পাবেন গ্রাহকরা এই অতিরিক্ত বরাদ্দ রেশন ৬ অক্টোবর থেকে গ্রাহকরা এই সুবিধা পাবেন ৬ই নভেম্বর ২০২৪ পর্যন্ত।
রেশন কার্ডের (Ration Card) গ্রাহক ছাড়াও যে সমস্ত মানুষজন লক্ষ্মী ভান্ডার (Laxmi Bhandar) প্রকল্পের সুবিধা পান তাদেরও নগদ সহায়তা করতে প্রস্তুত রাজ্য সরকার। ১২০০ টাকা করে পাবেন এসটি, এসসি শ্রেণীর মহিলারা এবং জেনারেল ও ওবিসি শ্রেণীর মহিলারা পাবেন হাজার টাকা করে। এরই পাশাপাশি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত গ্রাহকেরা কালীপুজোর পরেই হাজার টাকা করে পাবেন। সব মিলিয়ে রাজ্য সরকার এই উৎসবের মরসুমে মানুষের মনকে আরো খুশিতে ভরে দেবার জন্যই ঢেলে পরিকল্পনা করেছেন, যাতে বেজায় খুশি আপামর সাধারণ মানুষ।