Bangyalakshmi Yojona 2024 – কন্যা সন্তান জন্ম নিলেই সরকারি তরফে পাবেন সাহায্য। এমনই একটি প্রকল্প বর্তমানে চারিদিকে হুলুস্থুলু ফেলে দিল (Bangyalakshmi Yojona)। এমনিতেই সরকার মেয়েদের জন্য একাধিক স্কিম চালু করেছে। মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষায়, তাঁদের সাবলম্বী করে তোলার জন্য সরকারি প্রকল্পের সুবিধা মেলে (Bangyalakshmi Yojona)। শুধু কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকারের তরফেও একাধিক প্রকল্প শুরু করা হয়েছে। তবে আজকে আলোচনা করা যাক বঙ্গলক্ষ্মী যোজনা সম্পর্কে। (Bangyalakshmi Yojona)। এই প্রকল্পের জন্য আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, সবটা উল্লেখ করা হলো।
বঙ্গলক্ষ্মী যোজনা কী?
বাড়িতে কন্যা সন্তানের জন্ম হলে তাঁর বড় হয়ে ওঠা থেকে বিয়ে হওয়া পর্যন্ত সরকারি তরফে ২ লাখ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়। এই প্রকল্প ‘বঙ্গলক্ষ্মী যোজনা’ (Bangyalakshmi Yojona) নামে পরিচিত। বিশেষ করে লিঙ্গ বৈষম্য কমাতে, মেয়েদেরকে আরো স্বাবলম্বী করে তুলতে নেওয়া হয়েছে এই সরকারি প্রকল্পের পদক্ষেপ। কন্যা সন্তান জন্মানোর পর তাঁর পড়াশোনার খরচ যোগাবে সরকার। এই প্রকল্পের আওতায় দারিদ্র সীমার নীচে থাকা পরিবারে জন্মগ্রহণকারী প্রতিটি কন্যা সন্তান পাবেন ২ লাখ টাকা। এছাড়াও, যাতে মেয়েরা স্কুলে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার নিশ্চিতকরণের লক্ষ্যে, প্রকল্পটি স্কলারশিপ প্রদান করে।
‘বঙ্গলক্ষ্মী প্রকল্পের’ (Bangyalakshmi Yojona) আর্থিক সুবিধা
এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করা মেয়েরা জন্মের পর থেকে ২১ বছর বয়স পর্যন্ত সরকারি তরফে ২ লক্ষ টাকার আর্থিক সুবিধা পান। শুধু তাই নয়, ষষ্ঠ শ্রেণীতে ৩০০০ টাকা, অষ্টম শ্রেণীতে ৫০০০ টাকা, দশম শ্রেণীতে ৭০০০ টাকা, দ্বাদশ শ্রেণীতে ৮০০০ টাকার স্কলারশিপ পান যদি তিনি ধাপে ধাপে উত্তীর্ণ হন। এই প্রকল্পটি চালু করেছে উত্তরপ্রদেশ সরকার। তাই ওই রাজ্যের বাসিন্দারা প্রকল্পের সুবিধা পাবেন।
‘বঙ্গলক্ষ্মী প্রকল্পের’ আবেদন যোগ্যতা
- ১) এই প্রকল্পে কারা আবেদন জানাতে পারবেন শুধু উত্তরপ্রদেশ রাজ্যে বসবাসকারী জনসাধারণ।
- ২) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ টাকার কাছাকাছি।
- ৩) কন্যা সন্তানকে জন্মগ্রহণ করতে হবে ২০০৬ সালের ৩১ মার্চের পর।
- ৪) কন্যা সন্তানের জন্মের এক বছরের মধ্যে তাঁর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে হবে।
‘বঙ্গলক্ষ্মী প্রকল্পের’ আবেদন প্রক্রিয়া
এই প্রকল্পের আবেদন জানানোর জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করা যায়। সেক্ষেত্রে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে আবেদনপত্র। তারপর নথি সহ আবেদনপত্র জমা দিতে হবে মহিলা ও শিশু কল্যাণ অফিস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বিস্তারিত জানতে প্রকল্পের ওয়েবসাইট দেখুন।