ভারতীয় নাগরিকদের কাছে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। বিশেষত যারা আয়কর দেন, তাদের জন্য এই কার্ড থাকা বাধ্যতামূলক। এবার সেই প্যান কার্ডের নিয়মেই (New PAN Rules) বড়সড় বদল আনল কেন্দ্রীয় সরকার। প্যান ২.০ (PAN 2.0) প্রকল্পের আওতায় প্যান কার্ডের বেশ কিছু খুঁটিনাটি বদলাতে চলেছে। যার কারণে বর্তমানে চিন্তায় পড়েছেন প্যান গ্ৰাহকরা। কি হবে এই পরিবর্তনের ফলে? আগের প্যান কার্ড কি বাতিল হয়ে যাবে? নতুন প্যান কার্ডই বা পাওয়া যাবে কিভাবে? সব জেনে নেব আজকের খবরে।
প্যান কার্ডের নতুন নিয়ম: প্যান ২.০ প্রকল্প (PAN 2.0 Scheme)
কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক ঘোষণায় জানানো হয়েছে যে, প্যান কার্ডে এবার যুক্ত হবে ডায়নামিক কিউআর কোড। ২০১৭-১৮ সাল থেকেই প্যান কার্ডে সাধারণ কিউআর কোড চালু করা হয়েছে। তবে নতুন ডায়নামিক কিউআর কোড প্রযুক্তি ব্যবহারকারীদের তথ্য সরাসরি যাচাই করতে দেবে। এতে প্যান কার্ডধারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল আইডি ইত্যাদি এক জায়গায় সংরক্ষিত থাকবে। একইসঙ্গে, এই কিউআর কোডের মাধ্যমে প্যান কার্ডধারীর ছবি, সই, এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে।
প্যান ২.০ পোর্টাল
প্যান ২.০ (PAN 2.0) প্রকল্পে নতুন একটি পোর্টাল চালু করা হবে, যেখানে সমস্ত প্যান সংক্রান্ত কাজ করা যাবে। বর্তমানে বিভিন্ন পোর্টালে প্যান কার্ড সংশোধনের কাজ করা হলেও, এই নতুন পোর্টালে সব পরিষেবা একত্রিত করা হবে। এটি আয়করদাতাদের কাজ সহজ করবে এবং সময় বাঁচাবে।
কেন এই পদক্ষেপ?
ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের মতে, এই পরিবর্তন ডিজিটাল জালিয়াতি প্রতিরোধ করবে এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা বাড়াবে। এর পাশাপাশি, ব্যবসায়ীদের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে, যা ভবিষ্যতে সমস্ত ব্যবসায়িক ও আর্থিক কাজের জন্য একক পরিচয় হিসেবে ব্যবহৃত হবে।
প্যান ২.০ প্রকল্পে ১,৪৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন পোর্টাল চালু হলে, তার ওয়েব ঠিকানা সরকারিভাবে ঘোষণা করা হবে। এর মাধ্যমে আয়করদাতাদের তথ্য হালনাগাদ করা আরও সহজ এবং দ্রুত হবে।
নতুন প্যান কার্ড করা কি বাধ্যতামূলক?
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যাঁদের কাছে পুরনো প্যান কার্ড রয়েছে, তাঁদের নতুন কার্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে, যদি কেউ স্বেচ্ছায় নতুন প্যান কার্ড নিতে চান, তাহলে তাঁরা প্যান ২.০ প্রকল্প (PAN 2.0 Scheme) চালু হওয়ার পর আবেদন করতে পারবেন। যারা ঠিকানা বা অন্যান্য তথ্য পরিবর্তন করতে চান, তাদের জন্যও বিশেষ সুযোগ থাকবে। তবে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার আগে, আপডেটেড পোর্টাল চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।