Asha Recruitment 2023 – আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস কি? মাধ্যমিক পাস করে কোন চাকরির খোঁজ করছেন কি? তাহলে আপনার জন্য দারুন একটি সুখবর রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় বিপুল শূন্যপদে আশা কর্মী নিয়োগ (Asha Recruitment 2023) করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আওতায় আশা কর্মী নিয়োগ করা হবে।
বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার অর্ন্তগত বিভিন্ন ব্লকে অ্যাক্রিডিয়েটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট বা আশা কর্মী নিয়োগ করা হবে। আশা কর্মী পদের জন্য শুধুমাত্র মহিলা চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে নিয়োগ (Asha Recruitment 2023) সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি প্রভৃতি জেনে নিয়ে তারপর আবেদন করবেন।
আশা কর্মী (Asha Recruitment 2023) পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা।
আশাকর্মী (Asha Recruitment 2023) পদে আবেদন করার জন্য যে সব যোগ্যতা প্রয়োজন, তা হল-
১) প্রার্থীকে রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে।
২)কেবলমাত্র বিবাহিতা/ বিধবা/ আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
৩) যে জেলার শূন্যপদের জন্য আবেদন করবেন, প্রার্থীকে সেই জেলার বাসিন্দা হতে হবে।
বয়সসীমা ও মসিক বেতন।
১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে প্রার্থীর বয়স ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২২-৪০ বছরের মধ্যে হতে হবে। আশা কর্মী পদে নিয়োগকারী (Asha Recruitment 2023) প্রার্থীদের প্রতি মাসে ৪,৫০০ টাকা করে বেতন দেওয়া হয়।
আবেদনের পদ্ধতি ( How to Apply?).
রাজ্যে আশাকর্মী পদে (Asha Recruitment 2023) অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। এই https://bankura.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।
১) প্রথমে এই https://bankura.gov.in/ ওয়েবসাইটে ভিজিট করুন।
২) আবেদন ফর্মটি প্রিন্ট করে নিজের সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে
৩) ফর্ম ফিল আপ হয়ে গেলে নিজের বিভিন্ন দরকারি ডকুমেন্টের জেরক্স ফর্মের সাথে জুড়ে দিতে হবে।
৪) আবেদনপত্রের সাথে ডকুমেন্টের জেরক্স জুড়ে একসাথে একটি খামে ভরে তারপর এই আবেদনপত্রটি ওয়েবসাইটে থাকা নির্দিষ্ট ঠিকানায়, নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দিতে হবে।
প্রয়োজনীয় যে সব ডকুমেন্টস লাগবে।
Asha Recruitment 2023 পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রমাণপত্রের স্ব-প্রক্যয়িত জেরক্স দিতে হবে সেগুলি হল-
১) জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, ভোটার কার্ড/ রেশন কার্ড।
২) বিবাহ বিচ্ছিন্না হলে আদালত কর্তৃক আদেশনামা / বিধবা হলে স্বামীর মৃত্যুর শংসাপত্র / বিবাহিত হলে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট অথবা স্বামীর নাম আছে এমন প্রামাণ্য নথি।
৩) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা/ প্রশিক্ষণ প্রাই দাই অথবা লিংক ওয়ার্কার-এর প্রমাণপত্র (প্রযোজ্য হলে)।
৪) প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপোর্ট মাপের ছবি।
আবেদনের শেষ তারিখ।
পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) অফিসে রাখা ড্রপ বাক্সে ২৫ মে ২০২০ তারিখ বিকেল ৫ টার মধ্যে জমা করতে হবে। এই নিয়োগ (Asha Recruitment 2023) সংক্রান্ত আর বিস্তারিত তথ্য জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবেন। আপনি যদি বাঁকুড়া জেলার একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আর দেরি না করে অফিশিয়াল নোটিফিকেশনটি ভাল করে পড়ে আবেদন করে ফেলুন।
- অফিশিয়াল নোটিফিকেশন – Click Here