Coal India Scholarship – মেধাবী ও দুস্থ ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের জন্য স্কলারশিপ প্রদান করা হয়।
স্কলারশিপের সাহায্যে দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীরা অনায়াসে তাদের উচ্চশিক্ষার পঠন-পাঠন সম্পূর্ণ করতে পারে।স্কলারশিপ প্রদানের মাধ্যমে সমাজের মেধাবী ছাত্রছাত্রীরা যেমন উচ্চ শিক্ষা লাভ করে তেমনি তাদের আত্মবিশ্বাস গড়ে উঠে এবং কর্মসংস্থানের জন্য উৎসাহিত হয়। আর্থিক ভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের সাহায্য করবার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সহ বিভিন্ন বেসরকারি সংস্থা একাধিক স্কলারশিপ (Scholarship) চালু করেছেন।
এমনি একটি স্কলারশিপ হল কোল ইন্ডিয়া স্কলারশিপ (Coal India Scholarship). কোল ইন্ডিয়া স্কলারশিপ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা। কোল ইন্ডিয়া লিমিটেড বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী কোম্পানি এবং ভারত সরকারের একটি মহারত্ন কোম্পানি দ্বারা প্রদত্ত একটি একটি স্কলারশিপ প্রোগ্রাম। এই সংস্থার পক্ষ থেকে চলতি বছরে কোল ইন্ডিয়া লিমিটেডইডাব্লুএস স্কলারশিপে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি (Coal India Scholarship Notification 2023) প্রকাশ করেছে। এই কোল ইন্ডিয়া স্কলারশিপে আবেদনের যোগ্যতা কি, প্রত্যেক ছাত্র- ছাত্রীকে কি পরিমাণ টাকা দেওয়া হয়, এই স্কলারশিপে আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য বিষয় সমন্ধে আলোচনা করে হল।
আরও পড়ুন – Balika Samriddhi Yojana – পড়াশুনার সমস্ত খরচ দেবে সরকার, কেন্দ্রের এই প্রকল্পে।
স্কলারশিপ নাম | Coal India Scholarship 2023. |
অনুদানের পরিমাণ | ১০,০০০ (দশ হাজার টাকা) |
আবেদনের শেষ তারিখ | আগামী ১৫ই এপ্রিল ২০২৪ |
কারা এই Coal India Scholarship আবেদন করতে পাবেন।
এই স্কলারশিপ বা Coal India Scholarship চালু করার মূল উদ্দেশ্য হল দরিদ্র মেধাবী পড়ুয়াদের আর্থিকভাবে সহায়তা করা। যাতে তারা উচ্চ শিক্ষা গ্রহন করে সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারে এই স্কলারশিপ ( Scholarship 2023) এর মাধ্যমে।
১) আবেদনকারী ছাত্র-ছাত্রীকে দারিদ্র্য সীমার নীচে BPL কার্ডের অন্তর্ভুক্ত হতে হবে।
২) এই স্কলারশিপে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স ২৫ বছর বা তার উর্ধ্বে হতে হবে।
৩) ছাত্র-ছাত্রীকে সরকারের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে।
৫) এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে মাইনিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার আইটি, এনভায়রনমেন্ট, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশনস অথবা আইআইটি, এনআইটি অথবা মেডিক্যাল বিভাগের শীক্ষার্থী হতে হবে।
কোল ইন্ডিয়া স্কলারশিপে (Coal India Scholarship) অনুদানের পরিমাণ কত?
এই স্কলারশিপের (Scholarship) মাধ্যমে ছাত্রছাত্রীরা কোর্সের সম্পূর্ণ ফি বৃত্তি হিসেবে পাবেন। যার মধ্যে সম্পূর্ণ টিউশন ফি, হোস্টেল ফি/মেস চার্জ এবং ১০,০০০ টাকা পড়াশোনার অন্যান্য খরচ হিসাবে দেওয়া হয়।
Coal India Scholarship-এ আবেদন পদ্ধতি।
আবেদনকারীকে এই স্কলারশিপে আবেদন করতে হলে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।অফলাইনের ডাকযোগে স্পিড পোস্টের (Speed Post) মাধ্যমে ছাত্রছাত্রীদের একটি সাদা কাগজের মাধ্যমে আবেদন জানাতে হবে। সাথে দেবেন এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলি।
১) উচ্চমাধ্যমিক মার্কশিট ( H.S marksheet)
২) জন্ম সার্টিফিকেট (Birth Certificated)
৩) বিপিএল কার্ড (BPL Card)
৪) প্রার্থীর পরিচয় হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, ইত্যাদি।
৫) আবেদনকারীর পিতা/অভিভাবকের আবাসিক প্রমাণপত্র (যেমন আধার কার্ড, ভোটার আইডি, ইত্যাদি)
৬) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৭) ভর্তির প্রমাণ (Admission receipt).
৮) বার্ষিক আর্থিক ব্যয়ের প্রমাণ (Income Certificated)
৯) জাতগত শংসাপত্র (যদি প্রয়োজন হয়)।
ডাকযোগে স্পিড পোস্টের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা।
Chief General Manager (Welfare), Coal India Limited, Coal Bhawan, 10, Netaji Subhash Road, Kolkata 700001,
Phone Number- (033) 22488099,
Fax Number- (033) 22313875/22135778,
আরও পড়ুন – Scholarship 2023 – মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য “ভগবত গীতা স্কলারশিপ” চালু করা হয়েছে।