Dearness Allowance – ফের বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। ডিসেম্বর থেকেই কার্যকর হবে অর্ডার। লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীদের পূরণ হল স্বপ্ন। আসলে বহুদিন ধরেই তারা দাবি জানাচ্ছিলেন নিজেদের বেতন বৃদ্ধি নিয়ে। এদিকে কেন্দ্রীয় সরকার তার কর্মীদের মহার্ঘ ভাতার পর মহার্ঘ ভাতা বৃদ্ধি করে চলেছে। কিন্তু রাজ্যের কর্মীরা সেই অনুযায়ী সুবিধা পান না। যা ক্রমেই অসন্তোষ বাড়াচ্ছিল তাদের। এবার অবশেষে সেই দাবি মেনে নিয়ে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ফের ডিএ বাড়ানোর ঘোষণা করল রাজ্য।
ডিসেম্বরেই বাড়ছে মহার্ঘ ভাতা বা Dearness Allowance
রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী দিয়া কুমারী এক সাংবাদিক সম্মেলনে জানান, ২০২৪ সালের ১ জুলাই থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। এর ফলে কর্মীদের বকেয়া অর্থও শীঘ্রই তাদের অ্যাকাউন্টে জমা পড়বে। তিনি বলেন, “এই সিদ্ধান্ত আমাদের কর্মচারীদের এবং পেনশনভোগীদের জন্য সুখবর। এটি তাদের দৈনন্দিন খরচ সামাল দেওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে।”
কত বাড়ল মহার্ঘ ভাতা?
পঞ্চম বেতনক্রমে মহার্ঘ ভাতা ৪৪.৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫.৫ শতাংশ এবং ষষ্ঠ বেতনক্রমে ২৩.৯ শতাংশ থেকে বাড়িয়ে ২৪.৬ শতাংশ করা হয়েছে। এর ফলে কর্মচারীদের আর্থিক সুরক্ষা আরও শক্তিশালী হবে। বর্ধিত ভাতা কার্যকর হওয়ার ফলে লক্ষ লক্ষ কর্মচারী উপকৃত হবেন। বিশেষত যারা স্থির আয়ের উপর নির্ভর করেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পেনশনভোগীদের জন্য এই বৃদ্ধির অর্থ তাদের মাসিক পেনশন আরও বৃদ্ধি পাবে, যা বার্ধক্যের খরচ সামলাতে সহায়ক হবে।
রাজস্থানের সরকারি কর্মচারীরা এই ঘোষণার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বহুদিন ধরে তারা এই বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন। একজন কর্মচারী জানান, “আমরা আশা করেছিলাম সরকার আমাদের দিকটি বুঝবে। অবশেষে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এই বৃদ্ধির ফলে আমাদের জীবনে অনেকটা স্বস্তি আসবে।
সরকার এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বাজেটে কিছুটা চাপ পড়বে বলে স্বীকার করেছে। তবে দিয়া কুমারী জানান, “আমাদের কর্মচারীরা আমাদের সম্পদ। তাদের সন্তুষ্টি এবং আর্থিক সুরক্ষা আমাদের অগ্রাধিকার।”