CAA update news- জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশজুড়ে চালু হল CAA আইন। লোকসভা ভোটের আগেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালো নরেন্দ্র মোদীর সরকার। CAA লাগু হওয়ার অর্থই হল আর কিছুদিনের মধ্যে লাগু হয়ে যাবে NRC। এদিকে, CAA চালু হওয়ার ঘোষণা হতে চিন্তায় পড়েছেন ভারতবর্ষের আমজনতা। CAA update news-এর ফল কি হবে তা ভেবেই শিউরে উঠছেন অনেকে।
CAA update news নিয়ে পশ্চিমবঙ্গের জনসাধারণের কপালেও চিন্তার ভাঁজ। এমতাবস্থায় কি করা উচিত তা নিয়ে সংশয়ে পড়েছেন অনেকে। আজকের প্রতিবেদনটি তাই পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের জন্য যাঁরা ভাবছেন বিপদ এড়াতে ঠিক কী করা উচিত তাঁদের, যাতে পরবর্তীকালে কোনো সমস্যায় পড়তে হবেনা। তাই আগেই মন দিয়ে পড়ে নিন আজকের প্রতিবেদনটি।
CAA লাগু করার আসল কারণ কী?
CAA আইন বা CAA update news নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। এই আইনের ফলে নিজেদের ভবিষ্যত নিয়েও চিন্তা চলছে ভারতবাসীর মনে। বর্তমানে ভারতভূমির বড় অংশের জনসংখ্যা অন্য দেশ থেকে আগতদের। বলাইবাহুল্য ভারতের বহু স্থায়ী বাসিন্দা পাশ্ববর্তী দেশ থেকে এদেশে এসেছেন ও কালক্রমে ভারতের বাসিন্দা হয়ে উঠেছেন। CAA আইনের উদ্দেশ্য হল তাঁদের সকলকেই ভারতীয় নাগরিকত্ব দেওয়া।
আরও খবর পড়ুন – Pension scheme: ৫০ বছর বয়সেই মিলবে পেনশন? পেনশনের বয়সের বিরাট পরিবর্তন।
পড়শি দেশ বাংলাদেশ, পাকিস্তান-সহ একাধিক দেশের জনসাধারণ বর্তমানে ভারতভূমিতে বসবাস করছেন। বহু পুরুষ ধরে বসবাসের কারণে তাঁদের সকলেরই এদেশের ডকুমেন্ট তৈরি হয়েছে। CAA আইনের মাধ্যমে সবাইকেই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তবে তার জন্য বেশ কিছু কাজ করতে হবে জনসাধারণকে। পাশাপাশি, ভারতের স্থায়ীয় বাসিন্দা যাঁরা তাঁদেরকেও নিজেদের অস্তিত্বের সাপেক্ষে প্রমাণ দিতে হবে। তার জন্যও বেশ কিছু কাজ অবশ্য করণীয়।
CAA আইন কী?
দীর্ঘদিন আগে পার্লামেন্টে পাশ হলেও এতদিন CAA সমগ্র দেশে কার্যকর হয়নি। তবে গতকাল সন্ধ্যায় লাগু হয়ে গেল সেই আইন (CAA update news)। এই আইনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ভারতের পাশ্ববর্তী দেশ যেমন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতের এসেছিলেন ও ক্রমে ভারতের বাসিন্দা হয়ে উঠেছেন, তাঁদের ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে হবে। এছাড়া, ভারতের স্থানীয় বাসিন্দাদের নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে।
এই আইন অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যাঁরা কমপক্ষে ভারতে ছয় বছর ধরে বাস করছেন, তাঁরা সকলেই নাগরিকত্ব পাবেন। বিষয়টি নিয়ে মানুষ বিশেষ ভীত হতে স্বরাষ্ট্র মন্ত্রক-এর তরফে আশ্বাস দেওয়া হয়েছে, এই আইন দ্বারা কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবেনা। বরং সবাইকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। CAA update news-এর জন্য তবে পরবর্তীকালে বিপদ এড়াতে বর্তমানে যে কাজটি করতে হবে, তা একনজরে জেনে নিন।
আরও খবর পড়ুন – Ration ePOS System – বড়ো পরিবর্তন রেশন ব্যবস্থায়! এই মাস থেকেই শুরু হতে চলেছে ePOS সিস্টেম
ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য কী করণীয়?
১) CAA আইন মোতাবেক ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানানো যাবে ঘরে বসেই অথবা কোনো সাইবার ক্যাফেতে ভিজিট করে।
২) আবেদন জানানোর জন্য একটি বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর প্রয়োজন। আবেদন জানানো হলে ফোনে একটি ওটিপি আসবে। এরপর নিয়ম অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজগুলি সারতে হবে।
৩) আবেদন জানানোর জন্য দীর্ঘ সময় দেওয়া হবে। তাই অতিরিক্ত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। CAA update news নিয়ে বিস্তারিত জানতে নজর রাখুন সরকারের অনলাইন পোর্টাল-
(https://indiancitizenshiponline.nic.in/)-এ।