CIL Recruitment 2024: কলকাতায় কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ। মাসিক বেতন ৬০,০০০ টাকা। জেনে নিন আবেদন পদ্ধতি-সহ বিস্তারিত

CIL Recruitment 2024: বর্তমানে চাকরির খোঁজে রয়েছেন পশ্চিমবঙ্গের বহু শিক্ষিত যুবক -যুবতী। তাদের সকলের জন্য সুখবর রইল এই প্রতিবেদনে। সম্প্রতি কর্মখালির বিজ্ঞপ্তি জারি করেছে কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)। শিক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য এটা একটা দারুন সুযোগ। রাজ্যের যেকোন প্রান্তের যোগ্য এবং শিক্ষিত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে সমস্ত তথ্য তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

CIL Recruitment 2024 Notification | কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৪

ভারত সরকারের কয়লা মন্ত্রকের মালিকানাধীন কেন্দ্রীয় পাবলিক সেক্টর কোল ইন্ডিয়া লিমিটেড (CIL) এর তরফে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংস্থার সদর দপ্তর কলকাতায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখানে ‘অ্যাডভাইজর (Advisor)’ পদের জন্য কর্মী নিয়োগ হবে। তবে পদটি চুক্তিভিত্তিক। আবেদন জানানোর জন্য কিছু শর্ত রয়েছে। কিভাবে আবেদন জানাবেন, কবে পর্যন্ত আবেদন জানাতে পারবেন, বিস্তারিত জেনে নিন।

শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থী এখানে আবেদন জানাতে ইচ্ছুক, তাদের শিক্ষাগত যোগ্যতার তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নোটিফিকেশন অনুসারে, আবেদন রত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী পাশ। এর পাশাপাশি প্রার্থীর সেক্রেটারিয়াল ক্যাডারের অভিজ্ঞতা থাকতে হবে। যোগ্যতা সম্পর্কে আরো তথ্য পাবেন অফিসিয়াল নোটিফিকেশনে।

বয়স সীমা ও বেতন কাঠামো

যে সকল প্রার্থী এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়সসীমা উল্লেখ করা হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, যারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক, সেই সকল প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে। CIL সংস্থার তরফে নিযুক্ত প্রার্থীদের ভালো বেতন দেওয়া হবে। যারা এখানে নিয়োগ পাবেন, তাদের প্রতিমাসে ৬০ হাজার টাকার বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আবেদন জানাবেন কিভাবে জানুন

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে জিমেইল অথবা অফলাইনে আবেদন জমা করবেন। কিভাবে আবেদন জমা করবেন, স্টেপ বাই স্টেপ জেনে নিন।

১) আপনাকে ভিজিট করতে হবে CIL সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।
২) সংস্থার ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সেটি নিজস্ব সমস্ত তথ্য দিয়ে পূরণ করে নিন। নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করবেন যেন কোন ভুল না হয়।
৩) এবার পূরণ হওয়া আবেদনপত্র সঙ্গে ডকুমেন্ট নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র সাবমিট করতে পারেন জিমেইল মারফত-ও। কোন ঠিকানায় ফর্মটি পাঠাবেন? ডকুমেন্ট সহকারে আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-

(office of Chief Manager(Pers)/HOD(EE), CIL, Coal Bhawan, Action Area 1A, Newtown, Rajarhat, Kolkata. Pin- 700156, West Bengal)-এই ঠিকানায় রেজিস্ট্রার পোস্ট কিংবা স্পিড পোস্টের আবেদনপত্র পাঠিয়ে দিন। এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত জিমেইল অ্যাড্রেসে আবেদনপত্র পাঠানো যাবে।

আবেদনের সময়সীমা

এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনপত্র জমা করা যাবে আগামী ৬ মে ২০২৪ তারিখের মধ্যে। চেষ্টা করুন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা করার। নচেৎ আপনার আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ফলো করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download PDF
Official Website – Click Here

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.