ভারতবর্ষের বিভিন্ন বিমা কোম্পানিগুলির মধ্যে সবথেকে বড় বিমা কোম্পানি হল লাইফ ইনসিওরেন্স অফ ইন্ডিয়া (LIC)। এবার এলআইসি একটি নতুন ধরনের এসআইপি প্ল্যান লঞ্চ করতে চলেছে।। এই প্ল্যানের সম্পূর্ণ নাম LIC Mutual Fund Large and Midcap Fund। আড়াইশো টাকা দিয়ে এই প্ল্যানটি চালু করতে হবে গ্রাহকদের। মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এই প্ল্যানটি অক্টোবর মাসের প্রথম সপ্তাহতেই শুরু করা হবে বলে জানিয়েছেন।
LIC Mutual Fund Calculator SIP Mutual Fund
মিউচুয়াল ফান্ডের বিভিন্ন পলিসির মধ্যে এসআইপি হল জনপ্রিয় একটি পলিসি। এই পলিসি চালু করার পর নিয়মিতভাবে নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা জমা করতে হয়। সেই টাকাগুলি বিভিন্ন ইক্যুইটি বা ডেট ফান্ডে বিনিয়োগ করা হয়।
LIC SIP Mutual Fund
এস আই পি তে প্রতি মাসে ৫০০ টাকা করে প্রিমিয়াম জমা করতে হয়। কিন্তু সম্প্রতি লাইফ ইন্সিওরেন্স অফ ইন্ডিয়া মাইক্রো এসআইপি প্ল্যান বাজারে নিয়ে আসতে চলেছে। এই প্ল্যানের জন্য প্রিমিয়াম হিসাবে গ্রাহকদের প্রতি মাসে আড়াইশো টাকা জমা দিতে হবে। এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন ১০০ টাকা জমা করার সুবিধা থাকছে। যারা বড় অংকের অর্থ লগ্নি করতে পারবেন না তাদের ক্ষেত্রে খুবই উপযুক্ত এই ধরনের এসআইপি প্ল্যান। এই প্লানেট সব থেকে বড় সুবিধা হল যেকোনো মানুষ যেমন চাকরিরত গ্রাহক, গৃহবধূ, ছাত্রছাত্রী সবাই বিনিয়োগ করতে পারবেন।
বাজারের সম্ভাবনা ও বিশেষজ্ঞদের মতামত
SEBI এর চেয়ারম্যানও সম্প্রতি মাইক্রো SIP নিয়ে বলেছেন যে এই মাইক্রো এসআইপি সাধারণ মানুষকে এসআইপিতে লগ্নি করতে সাহায্য করবে। এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞদের মতে এল.আই.সি এর মাইক্রো এস আই পি রিটেল লগ্নিকারীদের আরও বেশি করে লগ্নি করতে সাহায্য করবে।