NIA DEO Recruitment : নতুন বছরে চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত একটি সুযোগ এসেছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA) ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লেখিত পদে স্থায়ী ভাবে নিয়োগ করা হবে প্রার্থীদের, রয়েছে প্রতি মাসে উচ্চ বেতনের সুবিধাও। দেশের যেকোনো প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলে এখানে আবেদনযোগ্য। এই সুযোগ কোনভাবেই হাতছাড়া না করতে চাইলে বিস্তারিত জেনে নিন এখনি।
নিয়োগ কারী সংস্থা এবং শূন্য পদ?
ভারত সরকার অধীনস্থ জাতীয় তদন্ত সংস্থা বা ন্যাশনাল ইনভেস্টিগেশন অথরিটির (NIA) এর অধীনে এক্ষেত্রে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর এর জন্য। সাধারণ, অনগ্রসর এবং তফসিল চিনি সব কিছু মিলিয়ে মোট ৩৩টি শূন্যপদে লোক নেওয়া হবে। শূন্য পদের বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।
বয়সসীমা – ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স ১৮ থেকে ৫৬ বছরের মধ্যে হতে হবে। বয়স গণনার জন্য ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখটি নির্ধারণ করা হয়েছে।
বেতন – নির্বাচিত প্রার্থীদের বেতন শুরু হবে মাসিক ২৯,২০০ টাকা থেকে এবং এটি ৯২,৩০০ টাকা পর্যন্ত হতে পারে। সাথে রয়েছে অন্যান্য সুযোগ-সুবিধা এবং সুরক্ষা।
শিক্ষাগত যোগ্যতা
১. যোগ্য প্রার্থীদের অবশ্যই ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
২. এছাড়াও কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে এবং টাইপিং এ দক্ষ হতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য আবেদনপত্রের বিজ্ঞপ্তি পড়ে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের পদ্ধতি
NIA DEO Recruitment 2025 -এর আবেদন করতে হলে আবেদনপত্রটি NIA-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। ফর্মটি A4 সাইজের কাগজে প্রিন্ট করে হাতে লিখে পূরণ করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। তারপর আবেদনপত্রটি নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
প্রয়োজনীয় নথি
১. জন্ম প্রমাণপত্র
২. পরিচয়পত্র (পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড, রেশন কার্ড)
৩. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
৪. বাসস্থান প্রমাণপত্র
নিয়োগ পদ্ধতি
অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে নিয়োগ প্রক্রিয়া হবে ডেপুটেশনের ভিত্তিতে। আবেদনপত্র যাচাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য ডাকা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে চাকরির জন্য আবেদন জমা নেওয়া শুরু: ৯ ডিসেম্বর ২০২৪ এবং শেষ হবে ৮ ফেব্রুয়ারি ২০২৫। ইচ্ছুক প্রার্থীরা কোনরকম বাধা বিঘ্ন এড়াতে আগে থেকেই আবেদন করে ফেলুন।