কলকাতা হাইকোর্টে স্থায়ী কর্মী নিয়োগ, ২৬ আগস্টের মধ্যে অনলাইন আবেদন করুন। High Court Recruitment 2024

High Court Recruitment 2024 – পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একটি আশার আলো। সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। রাজ্যের যে কোনো জেলার পুরুষ বা মহিলা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে আমরা আবেদন প্রক্রিয়া, বয়সসীমা, মাসিক বেতন, যোগ্যতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিজ্ঞপ্তি নং – No. 6785-RG

কলকাতা হাইকোর্টে স্থায়ী কর্মী নিয়োগ (High Court Recruitment 2024)

নিয়োগ সংস্থাকলকাতা হাইকোর্ট
পদের নামলোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ২৯১ টি
আবেদন মাধ্যমঅনলাইনে
বেতনমাসে ২৪,১০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ বা তার বেশি উচ্ছ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে আমি এই চাকরিতে আবেদন করতে পারবেন। চাকরির জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে যা হিসাব করা হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখকে ভিত্তিতে। তবে, এসসি, এসটি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন (High Court Recruitment 2024)

চাকরিপ্রার্থীদের আবেদন করতে অনলাইনের মাধ্যমে জানাতে হবে।
১) প্রথমে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর ও ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে।
২) এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
৩) সাথে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে।
৪) সর্বশেষে আবেদন ফি জমা করতে হবে।

আবেদন ফি: SC এবং ST তালিকাভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ৪০০ টাকা, আর GEN ও OBC প্রার্থীদের জন্য ফি ৮০০ টাকা।
নিয়োগ প্রক্রিয়া – প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক

আবেদনের শেষ তারিখ২৬ আগস্ট ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইটwww.calcuttahighcourt.gov.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.