PM Ujjwala Yojana – ২০২৬ এর ভোট ব্যাংককে কেন্দ্র করে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারেরও প্রতিদিন নতুন আপডেট পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের কথা ভেবে তাঁরাও নানান প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। তেমনি একটি প্রকল্প উজ্জ্বলা গ্যাস যোজনা (PM Ujjwala Gas Yojana)। এই যোজনা দরিদ্র মানুষদের জন্য নতুন করে সুখবর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কী সেই সুখবর আসুন জানবো এই প্রতিবেদনের মাধ্যমে।
PM Ujjwala Gas Yojana Subsidy
ভারতের দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের কাছেও যাতে গ্যাস পৌঁছানো যায় সেই উদ্যোগে উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) সূচনা। কেন্দ্রীয় সরকার তাদের গ্যাস সিলিন্ডার প্রতি বিশেষ ভর্তুকীর ব্যবস্থা করেছিলেন, যাতে প্রত্যেকের বাড়িতেই গ্যাস ওভেন থাকতে পারে সবাই সুখ স্বাচ্ছন্দে। জীবন যাপন করতে পারে ধোঁয়া কালীর মাঝে কষ্ট করে যাতে বাড়ির মহিলাদের রান্না করতে না হয় তাদের সেই কষ্ট লাঘব করবার উদ্দেশ্যেই এই যোজনার পথচলা শুরু।
উজ্জ্বলা যোজনার মাধ্যমে দারিদ্র সীমার নিচে থাকা মানুষগুলিকে বিনামূল্যে গ্যাস দেবার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। আগামী দিনে সেই সংখ্যা আরো বাড়াতে চায় কেন্দ্রীয় সরকার তাই নতুন করে ৭৫ লক্ষ গরিব পরিবারকে এই যোজনার আওতায় আনতে বদ্ধপরিকর। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি দাম ২০০ টাকা কমানোর পরেই উজ্জ্বলা যোজনাতেও (PM Ujjwala Gas Yojana Subsidy) কেন্দ্রীয় সরকারের ভর্তুকির পরিমাণ বাড়ানো হলো, আগে দেওয়া হতো ২০০ টাকা ভর্তুকি এখন তা বেড়ে হল ৩০০ টাকা । কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে এই কথা স্বয়ং জানিয়েছেন।
বাজারে বর্তমানে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৯০৩ টাকা কিন্তু উজ্জ্বলা যোজনার আওতায় যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তাদের দাম দিতে হতো ৭০৩ টাকা। সেই টাকা আরো ১০০ টাকা কমে দাড়ালো ৬০৩ টাকায়। তবে দিল্লিতে ৬০৩ টাকা দাম হলেও কলকাতায় দিতে হবে ৬২৯ টাকা। মুম্বাই ও চেন্নাইতে যথাক্রমে সিলিন্ডারের দাম হচ্ছে ৬০২.৫০ টাকা ও ৬১৮ টাকা।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Gas Yojana) জন্য কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার ১৬৫০ কোটি টাকা মঞ্জুর করেছিল অনেক আগেই, এবার তা ভর্তুকির পরিমাণ বাড়িয়ে হয়েছে ৭৬৮০ কোটি টাকা। যদিও এ বিষয়ে বিরোধী দলের নেতা-মন্ত্রীদের দাবি এই সমস্ত কিছুই আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কারণ সামনেই ছত্রিশগড় মিজোরাম তেলেঙ্গানা মধ্যপ্রদেশের বিধানসভা ভোট ও দেশে লোকসভা নির্বাচন রয়েছে সে কারণে যাতে মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও রান্নার গ্যাস (Cooking Gas) নিয়ে বাড়তে থাকা দাম কমানোর প্রচেষ্টাতেই এই সিদ্ধান্ত। বিরোধীদের আরও দাবি নির্বাচনের পরেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাবে, যার ফলে জীবন জেরবার হয়ে উঠবে। এই সমস্ত কিছু মাথায় রেখে তবেই সাধারণ মানুষের ভোটের সিদ্ধান্ত নেওয়া উচিত।