Advertisement

Post office Recruitment – মাধ্যমিক পাশে পোস্ট অফিসে 99 হাজার শুন্যপদে কর্মী নিয়োগ করা হবে, আরও বিস্তারিত

Post office Recruitment – পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুন একটি সুখবর। কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এক বিরাট নিয়োগ হতে চলেছে। ভারতীয় ডাক বিভাগে প্রায় ৯৯ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ (Post office Recruitment 2023) করা হবে। অর্থাৎ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন পাশ যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শুন্যপদ কত,শিক্ষাগত যোগ্যতা কি,আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জেনে নিন-

Post office Recruitment 2023 Overview

নিয়োগকারী সংস্থাভারতীয় ডাক বিভাগে এই নিয়োগ করা হবে।
পদের নাম১) Postman, ২) Mall Guard, ৩) MTS.
মোট শূন্যপদ৯৯ হাজার

মোট শূন্যপদে সংখ্যা Post office Recruitment 2023.

এখানে মোট শূন্যপদ ৯৯ হাজার রয়েছে।এই শূন্যপদগুলি হল-

  • ১) Postman :-এই পদে প্রায় ৫৯,০৯৯ টি শূন্যপদ রয়েছে।
  • ২) Mail Guard:-এই পদে মোট শূন্যপদ রয়েছে প্রায় ১৪৪৫ টি।
  • ৩) MTS:-এই পদে প্রায় ৩৭,৫৩৯ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification).

ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন পোস্টে আবদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। এছাড়াও কিছু পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাশ থাকলে আবেদন করা যাবে। এছাড়াও কিছু কিছু পদের ক্ষেত্রে কম্পিউটার নলেজ থাকতে হবে।

আরও পড়ুন – Primary TET – টেট পরীক্ষার্থীদের জন্য একটা দারুন সুখবর!

বয়স (Age Limit).

আবেদনকারী প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে।

আবেদন প্রক্রিয়া (How to Apply Post office Recruitment 2023).

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।যেভাবে আবেদন করবেন দেখুন-
১) প্রথমে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এই ওয়েবসাইটে প্রবেশ করে পদ সিলেক্ট করতে হবে। যে পদের জন্য আবেদন করবেন সেই পদটিতে ক্লিক করে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।
৩) তারপর আবেদন ফি পেমেন্ট করে, সবশেষে সাবমিট অপশনে ক্লিক করুন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process).

আবেদনকারী প্রার্থীদের প্রথমে কম্পারেটিভ পরীক্ষা দিতে হবে। তারপর কম্পিউটার টেস্ট ও পরে ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। দীর্ঘদিন ধরে কোন চাকরির খোঁজ করছেন কি? তাহলে আপনার জন্য এটি একটি বিরাট বড় সুখবর। এতো বড় চাকরির সুযোগ কোন মতেই হাতছাড়া করবেন না। উক্ত পদগুলিতে আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে পড়ে আবেদন করবেন।

  • অফিশিয়াল নোটিশ – Click Here
  • অফিশিয়াল Website – Click Here

আরও পড়ুন – Bandhan Bank Jobs – বন্ধন ব্যাংকে চাকরি করতে চান কি? বন্ধন ব্যাংকে কিভাবে চাকরি পাওয়া যায় জেনে নিন।

Related Articles

Back to top button