WBSSC Scam – এখনই ১৭৯৪ জনের চাকরী বাতিল নয়! কবে ফিরবে চাকরিহারারা স্কুলে ? গুরুত্বপূর্ণ খবর দিলো সুপ্রিম কোর্ট।

WBSSC Scam – চাকরিহারাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর দিলো সুপ্রিম কোর্ট। তাদের আর কোনও চিন্তা নেই কারণ এবার আর চাকরি যাবে না তাদের তারা আগের মতই তাদের চাকরি করতে পারবেন। নিয়োগ দুর্নীতি মামলায় (WBSSC Scam) কলকাতা হাই কোর্টের চাকরি বাতিলের নির্দেশ মুলতুবি রেখেছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই আদেশ কে মান্যতা দিয়ে নবম দশম শ্রেণীর শিক্ষকদের নিয়োগ আপতত বৈধ থাকছে।

Advertisements

মাননীয় কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো নিয়োগ দুর্নীতি (WBSSC Scam) মামলায় চাকরি হারিয়েছিল ৯৫২ জন নবম দশম শ্রেণীর শিক্ষক সহ, ৮৪২ জন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীও। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন চাকরি হারারা। তারপরই পর্ষদের তরফে নির্দেশ আছে যতদিন না সুপ্রিম কোর্টের তরফে কোনরকম রায় প্রদান করা হচ্ছে ততদিন অব্দি এনাদের চাকরি বহাল থাকবে।

কলকাতা হাইকোর্টের নির্দেশকে আপাতত মুলতুবি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই সমস্ত চাকরি হারাদের এই মুহূর্তেই চাকরি ফিরিয়ে দিচ্ছে না পর্ষদ তাদেরকে সুপ্রিম কোর্টের রায় প্রদানের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে । ১২ই এপ্রিল সুপ্রিম কোর্টে থাকা চাকরি হাদের আইনজীবী জানান, তাদের ক্লায়েন্টদের চাকরি এখনো বহাল তবিয়তেই থাকবে। তিনি মনে করছেন তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার পিছনে এই মামলায় এক বিরাট দুর্নীতি (WBSSC Scam) রয়েছে।

Advertisements

আরও পড়ুন – Primary TET Certificate – জেনে নিন টেট সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি !

যতদিন না এই মামলায় সুপ্রিম কোর্ট কোন শুনানি দাঁড়াচ্ছে ততদিন অব্দি তাদের চাকরিতেই থাকবে। এই নিয়ে বর্ষার সমস্ত জেলা পরিদর্শকদের অফিসেও অফিসিয়াল নোটিশ পাঠিয়েছে যাতে স্কুলগুলি থেকে কোনমতেই শিক্ষকদের বাতিল করা না হয়। এই প্রক্রিয়া ততদিন বজায় থাকবে যতদিন না সুপ্রিম কোর্ট থেকে কোন নতুন নির্দেশ না আসে।

সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়ারেণ বেঞ্চ এ বিষয়ে বলেন, হাইকোর্ট নিয়োগ দুর্নীতি (WBSSC Scam) মামলা এখনো অব্দি যতগুলো চাকরি বাতিল করেছে সেগুলি এখনো সমস্ত গুলি বহাল থাকবে। হাইকোর্টের দেওয়া নির্দেশ আপাতত জন্য মুলতুমি করা হলো। অর্থাৎ যারা চাকরি হারিয়েছিলেন তারা আপাতত নিজের চাকরিতেই রইলেন।

তবে বেশ কিছুদিন আগে নিয়োগ দুর্নীতি (WBSSC Scam) মামলা থেকে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এ নিয়ে বেশ ক্ষোভে রয়েছেন চাকরি প্রার্থীরা । অনেকে মনে করছেন কোন বিশেষ দুর্নীতি (WBSSC Scam) করে তাকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয় কিছু বলেননি।

আর পড়ুন – মহার্ঘ্য ভাতা বা DA আসলে কি ? সরকারী কর্মচারীদের বেতন হিসেব করবেন কিভাবে?

Advertisements
Join Join