Swasthya sathi card – মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যবাসীর সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্প চালু করেছিলেন৷ ইতিমধ্যেই ২.৪ কোটি মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিয়েছেন। এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমেও চিকিৎসা করাতে পারবেন সাধারণ মানুষ। এই প্রকল্পের মাধ্যমে যেমন চিকিৎসা করানো হয়, তেমনি সাধারণ মানুষকে ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমাও দেওয়া হয়।
বর্তমানে দিন দিন চিকিৎসার খরচ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে স্বস্তি দিতেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya sathi card) এনে বাংলার লক্ষ লক্ষ সাধারণ মানুষকে চিকিৎসার দুর্দান্ত সুযোগ করে দিয়েছে। তবে এবার রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আরও বড় এক সুযোগ নিয়ে এল রাজ্য সরকার। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বিনামূল্যে ডায়ালিসিস রোগের চিকিৎসা করানো যাবে। তবে কোথায় কোথায় মিলবে এই সুবিধা চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
স্বাস্থ্যসাথী কার্ডে (Swasthya sathi card) এক নতুন সুবিধা।
শরিরের কিডনি যখন সঠিক ভাবে কাজ করে না তখন শরীরের দূষিত পদার্থ ও পরিশুদ্ধ রক্তকে পৃথক রাখার জন্য ডায়ালিসিসের দরকার পড়ে। আর ডায়ালিসিসের চিকিৎসা করাতে মোটামুটি ভাল টাকা খরচ হয়। কিন্তু অনেক সাধারণ মধ্যবিত্তরা টাকার অভাবের কারনে সঠিক চিকিৎসা করাতে পারেন না। আর্থিক অভাবের কারণে ডায়ালিসিস না করতে পারলে তখন অসুস্থতা আরও বেড়ে যায়। তবে এবার রাজ্য সরকারের এরূপ ঘোষণার ফলে দরিদ্র থেকে মধ্যবিত্ত সকল সাধারণ মানুষদের মধ্যে খুশির হাওয়া বইছে।
আরও পড়ুন – রাজ্য সরকারের নতুন এই প্রকল্পে আবেদন করলেই ৯০০০ টাকা পাবেন ! আবেদন করবেন কিভাবে জানুন।
কোথায় কোথায় মিলবে এই সুবিধা জানুন।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর বর্তমানে পশ্চিমবঙ্গের ৭টি সরকারি মেডিকেল কলেজে ফ্রিতে ডায়ালিসিসের সুযোগ পাওয়া যাবে। এছাড়াও আরও ৪৫ টি বিভিন্ন স্তরের সরকারি হাসপাতালে পিপিপি মডেলে অনেক কম খরচে ডায়ালিসিস করানোর সুযোগ রয়েছে। এছাড়াও আরো ২৪টি জেলা ও মহাকুমাস্তরের হাসপাতলে এই বিনামূল্যের ডায়ালিসিস পরিষেবা চালু হতে চলেছে। সব মিলিয়ে রাজ্যের মোট ৭৬ টি সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya sathi card) সাহায্যে বিনামূল্যে ডায়ালিসিস করানো যাবে।
কলকাতা লাগোয়া বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে, নন্দীগ্রামে, ঘাটাল, খড়্গাপুর, দিনহাটা, চাঁচল, সল্টলেক, হলদিয়া, ডোমকল, জঙ্গিপুর, শ্রীরামপুর, কালিম্পং, বনগাঁ, রঘুনাথপুর, ইসলামপুর, তেহট্ট, কান্দি, নয়াগ্রাম, বড়জোড়া ও কাকদ্বীপ হাসপাতালেও বিনামূল্যে ডায়ালাইসিস পরিষেবা চালু হতে চলেছে। এছাড়াও কালনা, ফালাকাটা, টিএল জয়সওয়াল, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে নতুন করে ডায়ালাইসিস পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন – Free Aadhar update – আধার কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজটি না করলে আপনার আধার বাতিল হয়ে যেতে পারে।