Advertisement
টেকনোলজিনিউজ

ভারতে শুরু হতে চলেছে 5G পরিষেবা, 4G-র খরচেই 5G দেবে Airtel সংস্থা

ভারতে শুরু হতে চলেছে 5G পরিষেবা, 4G-র খরচেই 5G দেবে Airtel সংস্থা

নিউজ ডেস্কঃ ভারতীয় টেলিকম সেক্টরে এই মুহূর্তের অন্যতম বড় প্রতিযোগিতা কোন কোম্পানি সবার আগে গ্রাহকদের জন্য 5জি পরিষেবা নিয়ে আসতে পারে।তবে এবার Airtel দেশে বাণিজ্যিকভাবে 5G লঞ্চের আনুমানিক সময় জানিয়ে দিল।এয়ারটেল ২-৩ মাসের মধ্যে ভারতে 5G লঞ্চ করবে।ইতিমধ্যে দিল্লি লাগোয়া বিভিন্ন জায়গায় তারা পরীক্ষামূলকভাবে পরিষেবা দিচ্ছে।Airtel ভারতে 5G লঞ্চের জন্য গত বছর মার্কিন সংস্থা কোয়ালকমের সঙ্গে চুক্তি করেছে।

ভারতে 5G লঞ্চের জন্য Jio ও Airtel-এর মধ্যে প্রবল প্রতিযোগিতা চলছে।তবে এয়ারটেলের এক আধিকারিক জানিয়েছেন আমরা কোনও প্রতিযোগিতায় নেই। তবে ফাইভ জি পরিষেবা শুরুর জন্য আমরা প্রস্তুত।সংস্থা জানিয়েছে 4G-র দরেই তারা 5G দেবে।সংস্থার তরফে জানানো হয়েছে তাদের 5G নেটওয়ার্কে ২০০ Mbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে এবং লেটেন্সি থাকবে ২০ মিলিসেকেন্ডের আসেপাশে।

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button