Advertisement

7th Pay Commission New Update: কেন্দ্রিয় সরকারি কর্মীদের জন্য সুখবর! DA-র পর এবার বাড়তে চলেছে আরও এক ভাতা

Advertisement

7th Pay Commission New Update: কয়েকদিন আগেই কেন্দ্রিয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির খবর এসেছে। আপাতত জুলাইয়ে বর্ধিত ডিএ-র অপেক্ষায় রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা। ডিয়ারনেস অ্যালাওয়েন্স ৫-৬% পর্যন্ত বাড়ানো হবে বলে জানা গিয়েছে।তা কার্যকর হলে আগামী অগস্ট থেকেই এক থাক্কায় বেতন অনেকটা বেড়ে যাবে সরকারি কর্মীদের।

জানুয়ারি মাসের পর ফের একবার সপ্তম পে কমিশনের (7th Pay Commission New Update) আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (DA) বৃদ্ধি হতে চলেছে।আগামী জুলাই বা অগাস্ট মাস থেকেই বর্ধিত বেতন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। বছরে দুবার মহার্ঘ্যভাতা বাড়ায় কেন্দ্র। জানুয়ারি ও জুলাই মাসে বাড়ে এই ডিএ৷ বাজারের সাম্প্রতিক মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করে ডিএ-র পরিমাণ নির্ধারিত হয়।

Advertisement

২০২১ সালের জুলাইয়ে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ১৭ থেকে ২৮ শতাংশে বাড়িয়েছে। করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর ডিএ বাড়ায়নি কেন্দ্র। পরবর্তীকালে ২০২১ সালের অক্টোবরে ৩ শতাংশ আরও ডিও বাড়ায় সরকার। সেই সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৩১ শতাংশে পৌঁছেয়। এখন যা ৩ শতাংশ বেড়ে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে (7th Pay Commission New Update)।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত তা সত্যি হলে সপ্তম পে কমিশনের (7th Pay Commission New Update) অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ৩৯ শতাংশ হারে ডিএ পাবেন।বর্তমানে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাঁর বেসিক বেতনের ৩৪ শতাংশ হারে ডিএ পান। বর্ধিত ডিএ এই অগ্নিমূল্যের বাজারে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন অনেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই ডিএ বৃদ্ধি পেলে ৫০ লাখের বেশি সরকারি কর্মচারী এবং ৬৫ লাখ পেনশনভোগী(7th Pay Commission New Update)  লাভবান হবেন।কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এখনও কর্মীদের বকেয়া ডিএ (ডিয়ারনেস অ্যালোওয়েন্স) দেওয়া হয়নি। সেজন্য রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম এবং বিদ্যুৎ সংবহন নিগমের পাঁচ শীর্ষ আধিকারিকের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

তবে মহার্ঘ্য ভাতা (DA) বৃদ্ধির খবরের পরেই আরও একটি ভাতা বাড়াতে চলেছে (7th Pay Commission New Update) মোদী সরকার।সূত্রের খবর শীঘ্রই গৃহ ভাড়া ভাতা(HRA) বৃদ্ধি করতে পারে কেন্দ্র সরকার। এ বিষয়ে আপাতত আলোচনা চলছে কেন্দ্রীয় উচ্চপদস্থ আধিকারিক ও মন্ত্রকের।ডিএ-র সঙ্গে যদি এই HRA-ও বৃদ্ধি করা হয়, তাহলে বেশ মোটা টাকাই বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

বর্তমানে X ক্যাটাগরি ২৭% HRA পান। X ক্যাটাগরি(৫০ লক্ষেরও বেশি জনসংখ্যার শহর)বর্তমানে এলাকার বাসিন্দাদের হাউজ রেন্ট অ্যালাউন্স ৪-৫% বাড়তে পারে।এদিকে Y ক্যাটাগরির (৫ লক্ষের বেশি জনসংখ্যা) শহরের সরকারি কর্মীরা ১৮-২০% HRA পান। সেটাও ২% বাড়তে পারে।আর Z ক্যাটাগরির বর্তমানে ১-১০% হারে এইচআরএ পান।Z ক্যাটাগরির(৫ লক্ষের কম জনসংখ্যা) এলাকার সরকারি কর্মীদেরও ১% বাড়তে পারে বলে মনে করা হচ্ছে (7th Pay Commission New Update) ।

Join Join