WB Holiday – এপ্রিল মাস পড়তে না পড়তেই কাঠফাটা গরমে নাজেহাল হয়ে উঠেছে রাজ্যবাসী। বেলা বাড়ার সাথে সাথেই রোদের তেজ বাড়তে থাকে, তার সাথেই পাল্লা দিয়ে গরমও বাড়ে। এই গরমে মানুষ রীতিমতো নাকানিচোবানি খাচ্ছে। এই গরমে প্রকৃতির মনোরম হাওয়ায় যদি একটু শান্তি খুঁজে পাওয়া যায় তাহলে মন্দ হয় না।কিন্তু ইচ্ছে হলেই তো ঘুরতে যাওয়া যায় না,তার জন্য চাই ছুটি।
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন। |
তবে কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয়। সেই উপায় রয়েছে এপ্রিল মে মাস জুড়ে। হ্যা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুযোগ রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের এপ্রিল মে মাস মিলিয়ে লম্বা ছুটি (WB Holiday) য়েছে। বছর শুরুর অনেক আগেই রাজ্য সরকারের অর্থমন্ত্রক সরকারি ছুটির তালিকা প্রকাশ করে দেয়। সেই সরকারি ছুটির তালিকাতেই দেখা যাচ্ছে এই বছর একাধিক অনুষ্ঠান উপলক্ষে অতিরিক্ত ছুটি রয়েছে। তার সাথে শনি ও রবিবার মিলিয়ে এক সাথে টানা কয়েকদিন ছুটি পড়েছে।
এপ্রিল ও মে মাসের ছুটির (WB Holiday) তালিকা:-
১) এপ্রিল মাসের প্রথম ছুটি শুরু হচ্ছে শুক্রবার ১৪ এপ্রিল, বি আর আম্বেদকর জন্মদিন উপলক্ষে রাজ্যে ছুটি রয়েছে। তারপরের দিনই আবার শনিবার, পয়লা বৈশাখ উপলক্ষ্যে ছুটি। আর তারপর সাপ্তাহিক ছুটি হিসেবে রবিবার ছুটি থাকছে। অর্থাৎ টানা তিন দিনের ছুটি পাওয়া যাবে। এই তিন দিনের ছোট্ট ছুটিতে অবশ্যই পাহাড়ি এলাকায় ঘুরে আসা যেতেই পারে।
২) পরের সপ্তাহেও ইদ-উল- ফিতর উপলক্ষ্যে পরপর দুদিনের ছুটি (WB Holiday) রয়েছে। ২১ ও ২২ এপ্রিল অর্থাৎ শুক্রবার শনিবার ছুটি থাকছে। তারপর রবিবার অর্থাৎ 23rd april সাপ্তাহিক ছুটি থাকছে। টানা তিন দিনের ছুটি। ছুটির এই তিনদিনের জন্য ছোট একটা ট্যুর করা যেতেই পারে।
৩)এরপর ২৯ ও ৩০ এপ্রিল শনি ও রবিবার ছুটি থাকছে। এরপরের দিন সোমবার 1st may অর্থাৎ সরকারিভাবে মে দিবসের ছুটি থাকবে।
৪) এরপর ৫-ই মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ফের ছুটি থাকছে। এর সাথে শনি ও রবিবার তো ছুটি আছেই।এরপর মঙ্গলবার ২৫ শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর ছুটি পাবেন।
এই ছুটির তালিকা অনুযায়ী একটা ভালো ছোটো ট্যুর প্ল্যান করে কাছে পিঠে কোথাও ঘুরে আসতেই পারেন।জীবনে কাজ করার পাশাপাশি ছুটিগুলোকে ব্যবহার আনন্দ উপভোগ করাও জরুরি।
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন। |