মে মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে! এক নজরে বন্ধের তালিকা দেখে নিন। List of Bank Holidays in May 2023.

Bank Holidays in May – ব্যাঙ্ক সাধারণ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যাঙ্কের সঙ্গে নানা কাজ যুক্ত থাকে। পেনশন তোলা, টাকা তোলা ও আরও অন্যান্য কাজের জন্য আমরা ব্যাঙ্কের দিকেই তাকিয়ে থাকি। তাই আমাদের ব্যস্ত জীবনে ব্যাঙ্কের কাজ পরিকল্পনা মাফিক করতে হয়। ছুটির দিনে ব্যাঙ্ক বন্ধ থাকলে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়৷ যার ফলে গ্রাহকদের অসুবিধা হয়। তাই ব্যাঙ্ক কবে ছুটি থাকবে, সেই তালিকা দেখে পরিকল্পনা করলে অনেকটাই সুবিধা হয়৷

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank Account – ব্যাঙ্কে একের বেশি অ্যাকাউন্ট কি? এতে কি ক্ষতি হতে পারে জানেন কি?

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রত্যেক মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা (Bank Holidays 2023) প্রকাশ করে। এই অর্থ বর্ষের প্রথম মাস শেষ হতে চলেছে। আর এই অর্থ বছরের প্রথম মাস শেষ হওয়ার আগেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মে মাসের জন্য ব্যাঙ্ক ছুটির তালিকা (Bank Holidays in May) প্রকাশ করে দিয়েছে। এপ্রিল মাস প্রায় শেষ, সামনেই মে মাস। এই মাসে ব্যাঙ্কে একাধিক দিন ছুটি রয়েছে।

Bank Holidays in May 2023
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

মে মাসে শনি-রবিবার সহ উৎসব ও আরও অন্যান্য অনুষ্ঠান মিলিয়ে দেশজুড়ে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ ( Bank Holidays ) থাকছে। তবে রাজ্য ভেদে এই ছুটির দিন ও সংখ্যাও ভিন্ন হবে। মে মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে কোন কোন দিন ব্যাঙ্কের ছুটি রয়েছে, তা আগে জেনে নেওয়া জরুরি। চলুন তবে মে মাসের ছুটির তালিকা দেখে নেওয়া যাক:-

মে মাসের ছুটির তালিকা। ( List of Bank Holidays in May 2023 )

Date (তারিখ)ছুটির দিনের কারন
১ মে, ২০২৩মহারাষ্ট্র দিবস/মে দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫ মে, ২০২৩বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭ মে, ২০২৩ রবিবার তাই ব্যাঙ্ক বন্ধ।
৯ মে, ২০২৩রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩ মে, ২০২৩সপ্তাহের দ্বিতীয় শনিবার তাই ব্যাঙ্ক বন্ধ।
১৪ মে, ২০২৩রবিবার তাই ব্যাঙ্ক বন্ধ।
১৬ মে, ২০২৩সিকিমে রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ মে, ২০২৩রবিবার তাই ব্যাঙ্ক বন্ধ।
২২ মে, ২০২৩মহারাণা প্রতাপ জয়ন্তী উপলক্ষ্যে সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৪ মে, ২০২৩কাজী নজরুল ইসলাম জয়ন্তী উপলক্ষ্যে ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ মে, ২০২৩চতুর্থ শনিবার বন্ধ।
২৮ মে, ২০২৩রবিবার তাই ব্যাঙ্ক বন্ধ।
List of Bank Holidays in May 2023

তবে ব্যাঙ্ক বন্ধ ( Bank Holidays ) থাকলেও অনলাইনে ব্যাঙ্কিং কাজ চলবে। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে গ্রাহকরা কিছু কাজ করতে পারেন। নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। এছাড়াও টাকা ট্রান্সফার করার জন্য UPI ব্যবহার করতে পারেন এবং নগদ টাকা তোলার জন্য, এটিএম ব্যবহার করতে পারেন।গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্কের অনলাইন পরিষেবা খোলা থাকে।

Indian Bank Notes: বিরাট সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া! অর্থব্যবস্থা থেকে বাতিল হচ্ছে ১০ ধরনের নোট,