Advertisement
Economy

Fixed Deposit – ফিক্সড ডিপোজিট (FD)-এর সুদের হার বৃদ্ধি করল এই ব্যাঙ্ক! 10 মাসে মিলবে ৭.২৫% হারে সুদ।

Fixed Deposit – ভবিষ্যত আর্থিকভাবে সুরক্ষিত করার কথা মাথায় রেখেই সকলেই বিনিয়োগ করে থাকেন। বিনিয়োগের ক্ষেত্রে নিরাপদ জায়গায় অর্থ সঞ্চিত রাখার পাশাপাশি ব্যাঙ্কের কাছ থেকে নিশ্চিত রিটার্ন পাওয়ার বিকল্পের খোঁজ করেন সকল গ্রাহক। সুরক্ষিত বিনিয়োগ ও নিশ্চিত রিটার্নের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) এখন বেশিরভাগ বিনিয়োগকারীর প্রথম পছন্দ।

বর্তমান সময়ে টাকা জমাবার একটি খুব ভালো মাধ্যম হল ফিক্সড ডিপোজিট (FD)। এতে বিনিয়োগ করে একজন বিনিয়োগকারী সহজে নিশ্চিত ও ভালো রিটার্ন পেতে পারেন। আপনি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)-এর করার পরিকল্পনা করছেন কি? তাহলে DCB ব্যাঙ্কে বিনিয়োগ করতে পারেন। কারন DCB ব্যাঙ্ক সম্প্রতি ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর ব্যাপক সুদের হার অফার করছে। DCB ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে (এফডি) কত শতাংশ সুদ অফার করছে দেখে নিন।

আরও পড়ুন – UPI Payment Pay Later – UPI-এর নতুন সুবিধা, টাকা না থাকলেও হবে পেমেন্ট, কীভাবে বিস্তারিত জানুন।

DCB ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit)-এর রেট কত দিচ্ছে ?

সময়সীমাসুদের হার (Fixed Deposit)
7 দিন থেকে 45 দিনের জন্য পাবেন3.75 শতাংশ
46 দিন থেকে 90 দিনের জন্য পাবেন4.00 শতাংশ
91 দিন থেকে 6 মাসের জন্য পাবেন4.75 শতাংশ
6 মাস থেকে 10 মাসের ফিক্সড ডিপোজিট জন্য পাবেন6.25 শতাংশ
10 মাস থেকে 12 মাসের জন্য পাবেন7.25 শতাংশ
12 মাস থেকে 18 মাসের জন্য পাবেন7.15 শতাংশ
18 মাস থেকে 700 দিনের জন্য পাবেন7.50 শতাংশ
700 দিন থেকে 25 মাসের জন্য পাবেন7.55 শতাংশ
25 মাস থেকে 26 মাসের জন্য পাবেন7.90 শতাংশ
26 মাস থেকে 37 মাসের জন্য পাবেন7.15 শতাংশ
37 মাস থেকে 38 মাসের জন্য পাবেন7.90 শতাংশ
38 মাস থেকে 61 মাসের জন্য পাবেন7.40 শতাংশ
61 মাস থেকে 120 মাসের জন্য পাবেন7.25 শতাংশ

DCB ব্যাঙ্কে 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) – করা যায়। DCB ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর নতুন রেটগুলি 27 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হবে বাঙ্কে যোগাযোগ করুন। আর আপনি যদি এই ধরনের খবর জানতে বা পড়তে চান তাহকে আমাদের সাথে থাকুন।

আরও পড়ুন – TCS slab rate – বদলে যাচ্ছে Tax ব্যবস্থা, নতুন নিয়ম আনছে কেন্দ্র! এই নতুন নিয়ম কি জেনে নিন।

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button