Advertisement

Free Ration বা বিনামূল্যে রেশন নিয়ে আবারও সুখবর দিল কেন্দ্রের মোদি সরকার।

Free Ration মাধ্যমে ফ্রিতে চাল, গম দিয়ে থাকে কেন্দ্রের মোদি সরকার। যা দেশের দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষদের জন্য একটি খুবই উপকারী প্রকল্প। এই Free Ration প্রকল্পটি রাজ্যের কোভিড পরিস্থিতির মধ্যে শুরু করা হয়েছিল। কিন্তু এখন সেই পরিস্থিতি কেটে গিয়েছে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে উঠেছে। তাই এখন সবার প্রশ্ন এই প্রকল্প আর কতদিন চলতে পারে। এবার সেই খবর সামনে এলো।

তবে এ বিষয়ে সমস্ত জল্পনা কাটিয়ে দিয়েছে কেন্দ্রের সরকার। তারা পরিষ্কার জানিয়েছে এই প্রকল্প ২০২৩ সালে ডিসেম্বর মাস অব্দি চলতে পারে। যদিও মাঝে আবার জল্পনা ওঠে Free Ration বা বিনামূল্যে রেশন বন্ধ করে দিতে চলেছে মোদি সরকার। তবে তা পুরোপুরি পুরো একটি খবর ছিল। তবে এবার বিনামূল্যে রেশন নিয়ে নতুন খবর সামনে। আগেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার (Garib kalyan yojana) অধীনে প্রতি মাসে দেশের জনগণকে বিনামূল্যে চাল ও গম এই প্রকল্পের পাওয়া যাবে।

আরও পড়ুন – Laxmi Bhandar – লক্ষ্মীর ভান্ডারে পুজো বোনাস ! অর্থাৎ অক্টোবর মাসে দুই বার টাকা ঢুকবে। তবে কারা পাবেন জানুন।

কতদিন Free Ration বা বিনামূল্যে রেশন পাওয়া যাবে?

বিশেষজ্ঞ মহলের দাবি এই Garib kalyan yojana প্রকল্প ২০২৩ সালে ডিসেম্বর মাসের শেষ নাও হতে পারে। তার কারণ সামনেই আসতে চলেছে কেন্দ্রের লোকসভা ভোট। ফ্রিতে এই রেশন দিয়ে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে বিজেপি সরকারের জেতার এটি একটা বড় সুযোগ হয়ে উঠতে পারে। তবে সে যাই হোক না কেন, আপাতত এই প্রকল্প বন্ধ করতে চায়না মোদি সরকার এমনটাই খবর মিলছে। তবে এখন এই ব্যাপার নিয়ে আরও খবর পেতে আমাদের সাথে থাকুন।

এই প্রকল্প দেখে মমতা সরকার ও একটি নতুন প্রকল্প শুরু করে। যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের সকল বাসিন্দাদের ফ্রিতে (Free Ration) চাল গম বন্টন শুরু করা হয়। তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা (Garib kalyan yojana) বিজেপি সরকারের সমস্ত যোজনা গুলির মধ্যে একটি সবচেয়ে বড় যোজনা বলা চলে। এই যোজনার কারণে এবার হয়তো লোকসভা ভোটে তারাই জয়লাভ করতে পারে বলে দাবি রাজনৈতীক মহলের।

আরও পড়ুন – Muktidhara Scheme – মুক্তিধারা প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষদের মিলবে একাধিক সুবিধা ! এই প্রকল্প সমন্ধে বিস্তারিত জেনে নিন।

Related Articles

Back to top button