Advertisement
Economyনিউজ

Bank Holiday : বছরের শুরুতেই ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। জানুন কোন কোন দিন।

খুব শিগ্রি নতুন বছর  ২০২৪ সাল আসতে চলেছে, তাই সবাই আনন্দিত। কিন্তু আপনি কি জানেন এই নতুন বছরে জানুয়ারি মাসে মোট ১১ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক। ব্যাংকের ছুটির দিন দেখেই আমরা সমস্ত কাজ করে থাকি। আমাদের ব্যাংকের কোন কাজ থাকলে তা আমরা আগে থেকে সেরে রাখি। কিন্তু এবারে জানুয়ারি মাসে 11 দিন ধরে বন্ধ থাকবে সমস্ত ব্যাংক? কেন এবং কোন কোন দিন বন্ধ থাকবে তা কি আপনি জানেন? জানতে হলে এই প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

তবে বর্তমানে ব্যাঙ্কে গিয়ে টাকা তোলার প্রবণতা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। বেশিরভাগ গ্রাহকই এটিএম থেকে টাকা তোলেন। কিন্তু গ্রাহকদের একটা বড় প্রশ্ন ব্য়াঙ্কে ছুটি থাকলে কি এটিএমেও টাকা পাওয়া যাবে না? তবে এক্ষেত্রে ওয়াকিবহাল মহলের মতে, ব্যাঙ্কের ছুটির (Bank Holiday) দিনগুলোতে এটিএমে অনেক সময় টাকা যথাযথ থাকে না। অতীতেও এই সমস্যা দেখা গিয়েছে। তবে সবসময় যে এমনটা হয় তা নয়, তবে সাবধানের মার নেই।

আরও পড়ুন – আর মিলবে না বিনামূল্যে রেশন! ৩১ ডিসেম্বরের মধ্যে না করলে এই কাজ।

ছুটির দিনগুলো আগাম জানা থাকলে সুবিধা হতে পারে গ্রাহকদের। কারণ এক্ষেত্রে জরুরী ভিত্তিতে নগদ টাকা প্রয়োজন হলে সামান্য কিছু টাকা গ্রাহকরা আগাম তুলে নিতে পারেন। কারণ এখনও কিছুক্ষেত্রে অনলাইনে লেনদেন সেভাবে হয় না। সেকারণে নগদ টাকা এটিএমে না মিললে সমস্য়ায় পড়তে পারেন গ্রাহকরা।

১) ২ জানুয়ারি, বৃহস্পতিবার: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২) ৭ জানুয়ারি, মঙ্গলবার: শবে বরাত
৩) ১৪ জানুয়ারি, মঙ্গলবার: সরস্বতী পূজা
৪) ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার: পহেলা বৈশাখ
৫) ২১ জানুয়ারি, মঙ্গলবার: আশুরা
৬) ২৬ জানুয়ারি, রবিবার: গণতন্ত্র দিবস

৭) ২৭ জানুয়ারি, সোমবার: রবিবার ও সোমবারের সাপ্তাহিক ছুটি
৮) ২৯ জানুয়ারি, বুধবার: হজ্ব
৯) ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার: রবিবার ও বৃহস্পতিবারের সাপ্তাহিক ছুটি

এছাড়াও যদি বিশেষ কারণে কোন ছুটি পড়ে যায় তাহলে আরও বেশি বন্ধ থাকতে পারে ব্যাংক। এদিকে ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে সমস্ত পাবলিক ও প্রাইভেট ব্য়াঙ্ক ১৪দিন বন্ধ ছিল। আগামী বছর পড়লেই ব্য়াঙ্কে একেবারে পরপর ছুটি। সেক্ষেত্রে সেটা জেনেই এবার আপনার কাজের তালিকাও ঠিক করে ফেলুন।
আসলে গোটা দেশেই ন্য়াশানাল হলিডেতে ব্য়াঙ্ক ছুটি থাকে। প্রতি মাসে রিজার্ভ ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। সেই দিনগুলোতে ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে ছুটির দিন রাজ্যভিত্তিকও হয়।

আরও পড়ুন – LPG KYC online – গ্যাসের eKYC করতে আর অফিসে যেতে হবে না। বাড়িতে বসেই eKYC করুন এই ভাবে।

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button