Jandhan account Overdraft: কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য বহু প্রকল্প এর উদ্ভাবন ঘটিয়েছে, যার মধ্যে আর্থিক সহায়তা থেকে শুরু করে মানুষজন বিনামূল্যে খাদ্যদ্রব্য পর্যন্ত পেয়ে থাকে। এবার জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য রয়েছে, গুরুত্বপূর্ণ একটি সংবাদ। এবার কেন্দ্র সরকার ১০ হাজার টাকা দিচ্ছে ভারতবাসীদের জন্য। যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তারা এই সুবিধাটি উপভোগ করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
বর্তমান সময়ে ভারতবর্ষে প্রায় ৪৭ কোটিরও বেশি জনধন অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে। এবার এই সমস্ত অ্যাকাউন্টের (Pradhan Mantri Jan Dhan Yojana) গ্রাহকদের জন্য কেন্দ্র সরকার ১০ হাজার টাকা দিতে চলেছে। তবে এই টাকা পেতে গেলে আবেদন করতে হবে।
কিভাবে ১০ হাজার টাকা পাওয়া যাবে?
আপনার যদি জনধন অ্যাকাউন্ট (PMJDY) থেকে থাকে তবে আপনি কেন্দ্র সরকারের কাছ থেকে ওভারড্রাফ্ট করার মত একটি সুবিধা পাবেন। এই অভারড্রাফ্ট (Jandhan account Overdraft) এর সুবিধা হল আপনার অ্যাকাউন্টে যদি একটা টাকাও না থাকে তবে আপনি ১০,০০০ টাকা তুলতে পারবেন। আগে এই ওভারড্রাফ্টের মাধ্যমে মাত্র ৫,০০০ হাজার টাকা পাওয়া যেত কিন্তু সরকার সম্প্রতি এই সীমা বাড়িয়ে ১০,০০০ টাকা করেছে।
Jandhan Account Overdraft বিশেষত্ব কি রয়েছে?
১) যে সকল ব্যক্তিরা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
২) এই স্কিমের মাধ্যমে বছরে ৩৬ হাজার টাকা ট্রান্সফার করা হয়।
৩) এই স্কিমে অন্তর্ভুক্ত হতে হলে ব্যক্তিদের ১৮ থেকে ৪০ বছর বয়সী হতে হবে।
৪) এই স্কিমের টাকা পাওয়া যাবে ব্যক্তিটির যখন ৬০ বছর বয়স হবে তখন।
৫) যে সকল ব্যক্তিদের মাসিক আয় ১৫ হাজার টাকার কম তারা এই স্কিমে নাম লেখাতে পারবেন।
আরও পড়ুন – Eshram card : এই ভাবে আবেদন করলে, ৩০০০ টাকা করে পাবেন ই-শ্রম কার্ড থাকলে।
অ্যাকাউন্ট কোথায় খুলতে পারবেন?
বেসরকারি বা সরকারি ব্যাংকে বা যে কোনো জায়গায় এই অ্যাকাউন্ট খোলা যায়। এছাড়াও যদি কারোর সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তবে সেই অ্যাকাউন্টটি কে জনধন অ্যাকাউন্টে (Pradhan Mantri Jan Dhan Account) রূপান্তরিত করা যাবে। এই অ্যাকাউন্ট খোলার জন্য একজন ব্যক্তির বয়স হতে হবে ১০ বছর বা তার বেশি।