Dubai floods – দুবাইয়ে আকস্মিক বন্যার রহস্য কি? হঠাৎ বাঁধ ভাঙ্গা বৃষ্টিতে কেনইবা ডুবে গেল দুবাই? এসমস্ত প্রশ্নের উত্তর মিলবে আজকের এই প্রতিবেদনে। বিলাসবহুল ও উন্নত মানের দেশ দুবাই কিন্তু গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে দুবাইয়ের যে বন্যা পরিস্থিতির ছবি আমরা দেখতে পাচ্ছি তা অত্যন্ত ভয়াবহ। শপিং মল থেকে শুরু করে বিমানবন্দর সমস্ত জায়গায় জল থৈথৈ করছে। নৌকার মতো ভাসতে দেখা যাচ্ছে রাস্তার গাড়িগুলিকে। মানুষ নৌকা করে যাতায়াত করছে, বলা হচ্ছে দেড় বছরের বৃষ্টি যেন একেবারে হয়ে গেছে।
৭৫ বছরে এমন বৃষ্টিপাত দেখেনি দুবাইবাসী। গগনচুম্বী বিল্ডিং গুলোর সামনে যেন জল থৈ থৈ। চরম দুরাবস্থা, দামি গাড়িগুলিও জলে ভাসছে বড়ই করুণ সে দৃশ্য কিন্তু এমন বৃষ্টির কারণ কী? সে সম্পর্কে অনুমান জলবায়ুর পরিবর্তনেই জন্য দায়ী। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতেই মুহূর্তে সেইসব ছবি ভাইরাল হচ্ছে ইতিমধ্যেই দশটি ফ্লাইট বাতিল করা হয়েছে অন্যত্র রুট পরিবর্তন করানো হয়েছে অনেক ফ্লাইটের কারণ দুবাই এয়ারপোর্টে অবতরণ করানো সম্ভব নয় তাই যাত্রীদের সুরক্ষাতেই রুট পরিবর্তন।
Dubai floods হওয়ার কারন কি ?
এক কথায় বিপর্যস্ত বিলাসবহুল শহর দুবাই। আপাতত স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে এমন পরিস্থিতি আবারো তৈরি হতে পারে যেভাবে জলবায়ুর পরিবর্তন ঘটছে তার জেরে এমন আকস্মিক ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। এমন বিপর্যস্ত পরিস্থিতির জন্য এশিয়ান চ্যাম্পিয়ন লিগ ফুটবলের ম্যাচও পিছিয়ে গিয়েছে। কবে সেই ম্যাচ আবার হবে তা এখনো স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
আরও পড়ুন – WBJEE Admit Card 2024 – জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হল
আরব আমিরাতের মরু শহর দুবাইয়ে যেখানে সারা বছরে বৃষ্টিপাত হয় ১০০ মিলি সেখানে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৮০ মিলি। তাই এমন বানভাসি অবস্থা দুবাইয়ের। যদিও বিশেষজ্ঞ মহল আধুনিক প্রযুক্তিকেই দায়ী করেছেন দুবাইয়ের এমন পরিস্থিতির জন্য দুবাইয়ে বৃষ্টিপাত কম হওয়ার জন্য ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে অর্থাৎ কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য। এবার তার জন্যই এমন পরিস্থিতির সম্মুখীন দুবাইবাসী। আবহাওয়া বিভাগের বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সতর্কবার্তা দিয়েছেন কন্যা দুর্গত এবং জলমগ্ন এলাকায় যেতে নিষেধ করেছেন। ভারত ঢাকা দুবাই রুটেও বিমান চলাচল বাতিল করা হয়েছে।
কমপক্ষে অন্তত দশটি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে জলের তলায় চলে গিয়েছে যে কারণে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমস্ত কিছু বাতিল করে দেওয়া হয়। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আরব আমিরাত সরকার এ পরিস্থিতি মোকাবিলা করে উঠতে পারবে তবে অনেকের মনে প্রশ্ন থেকে যাচ্ছে আদৌ এমন বৃষ্টিপাত কি শুধুমাত্র ক্লাউড সিডিংয়ের জন্যই? আগামী দিনে এই নিয়ে বিস্তর জল ঘোলা হতে চলেছে।
আরও পড়ুন – SBI WhatsApp Banking – এসবিআই ব্যাংকিং পরিষেবা আরও সহজ হল, এবার থেকে এই সুবিধা গুলি পাবেন WhatsApp