Navodaya Vidyalaya Job – নবোদয় বিদ্যালয়ে ৫৭০ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ! বেতন ৩৫,৭৫০ টাকা, জেনে নিন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা প্রার্থীদের জন্য খুশির খবর। নবোদয় বিদ্যালয় (Navodaya Vidyalaya) একগুচ্ছ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আপনিও যদি এতদিন ধরে ‌ শিক্ষক পদে চাকরি করবেন বলে মনোস্থির করে থাকেন, তাহলে আর দেরি না করে অবশ্যই আবেদন করুন এই নিয়োগ প্রক্রিয়ায়। আজকের প্রতিবেদনে উল্লেখ করা থাকছে কিভাবে আপনি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন, কারা এখানে আবেদন জানাতে পারবেন, কোন কোন পদে শিক্ষক নিয়োগ হবে, আবেদনের সময়সীমা কবে অবধি, ইত্যাদি। সবটা জানতে মন দিয়ে পড়ে নিতে হবে আজকের এই প্রতিবেদন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Navodaya Vidyalaya Teacher Recruitment 2024 Notification

সম্প্রতি নবোদয় বিদ্যালয়ের তরফে একটি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে শিক্ষক পদে কর্মী নিয়োগ হবে। মূলত দুই ধরনের শিক্ষক পদে নিয়োগ চলছে। একটি হলো- PGT এবং একটি হলো TGT। এই দুই ধরনের শিক্ষক পদে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হবে। এখানে মোট শূন্যপদের সংখ্যা ৫১৭ টি। আসুন জেনে নেওয়া যাক নিয়োগের আবেদন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি।

আরও পড়ুন – মাধ্যমিক পাশে ডাক বিভাগে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ। Post office Group C Job Vacancy

শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থী এখানে আবেদন জানাবেন তাদের শিক্ষাগত যোগ্যতার বিবরণ অফিসিয়াল বিজ্ঞপ্তি তে উল্লেখ করা হয়েছে। যে বিষয়ের শিক্ষক পদে প্রার্থী আবেদন জমা করবেন, তাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ থাকতে হবে। পাশাপাশি বিএড ডিগ্রী থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা

নবোদয় বিদ্যালয়ের শিক্ষক পদে যারা আবেদন জমা করবেন, তাদের বয়স হতে হবে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে। এই বয়সের নিচে যে কোনো প্রার্থী
আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন। আপনার বয়স যদি ৫০ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনিও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে
পারেন।

বেতন কাঠামো

যে সকল প্রার্থী নবোদয় বিদ্যালয়ের PGT (শিক্ষক) পদের জন্য নির্বাচিত বলে বিবেচিত হবেন তাদের মাসিক বেতন হবে ৩৫,৭৫০ টাকা। অন্যদিকে যে সকল প্রার্থীরা নবোদয় বিদ্যালয়ের TGT (শিক্ষক) পদের জন্য নির্বাচিত হলে বিবেচিত হবেন, তাদের মাসিক বেতন হবে ৩৪,১২৫ টাকা। আগ্রহীরা নিম্ন লিখিত পদ্ধতিতে নিজেদের আবেদন জমা করুন।

আরও পড়ুন – Gram Panchayat Job Vacancy – গ্রাম পঞ্চায়েতের নিয়োগে শুরু হল ফর্ম ফিল আপ! কিভাবে আবেদন করবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ

আবেদন জানাবেন কিভাবে

1) এই নিয়োগ প্রক্রিয়া যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের আবেদন জানানোর জন্য প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
2) এরপর আপনাকে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
3) রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। দেখবেন এখানে যেন কোন ভুল না হয়।
4) অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হলে তার সঙ্গে যুক্ত করুন যাবতীয় ডকুমেন্ট। ‌তারপর ডকুমেন্টস সহ অ্যাপ্লিকেশন ফর্ম সংশ্লিষ্ট ওয়েবসাইটে জমা করে দিন।

আবেদনের সময়সীমা

এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন জমা করা যাবে আগামী ২৬ শে এপ্রিল পর্যন্ত। অ্যাপ্লিকেশন জমা করবেন উল্লেখিত তারিখের মধ্যে। নচেৎ আপনার আবেদন গ্রহণ করা হবে না। বিস্তারিত জানতে নজর রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন পত্র – Download
Official Website – https://navodaya.gov.in
আরও নতুন চাকরির খবর পড়ুন – Here

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.