Advertisement
নিউজGovt Service Rules

হাতে আর মাত্র ৬ দিন! ৩১ মার্চের আগেই করে ফেলুন এই ৫ কাজ, না হলে পরবেন মহা বিপদে

সাবধান, হাতে আর মাত্র ৬ দিন। তার মধ্যেই সেরে ফেলতে হবে এই ৫ টি গুরুত্বপূর্ণ কাজ। না হলে জমানো টাকা পয়সার বড়ো ক্ষতি হতে পারে এমনকি মোটা জরিমানাও চাপতে পারে। ৩১ মার্চ আর্থিক বছর শেষ হচ্ছে। আর সেই সঙ্গে নির্দিষ্ট তারিখের আগেই সম্পন্ন করতে হবে বেশ কিছু আর্থিক প্রক্রিয়া। এমনই নোটিশ এসেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কাদের জন্য এই ঘোষণা? আর কি কি কাজই বা করণীয়, জেনে নেব কথা না বাড়িয়ে।

১. কর-সঞ্চয় বিনিয়োগ সম্পূর্ণ করুনঃ

এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আপনি যদি পুরানো আয়কর ব্যবস্থা অনুসরণ করেন, তবে ৩১ মার্চের মধ্যে আপনার কর-সঞ্চয় বিনিয়োগ সম্পূর্ণ করুন। ৮০সি ধারার অধীনে আপনি ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে করছাড় পাবেন। ৩১ মার্চের পর যদি বিনিয়োগ করেন, তবে তা FY25 ট্যাক্স রিটার্নে অন্তর্ভুক্ত হবে না। তাই, এই তারিখের মধ্যে প্রয়োজনীয় বিনিয়োগগুলি সম্পন্ন করুন, যেমন পিপিএফ, এনএসসি, অথবা রিটার্ন ডিপোজিট।

২. আপডেটেড ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR-U) ফাইল করুনঃ

আপনার যদি পূর্ববর্তী আর্থিক বছরের (২০২১-২২) আয়কর রিটার্নে কোন ভুল থাকে বা আপনি কোনো তথ্য বাদ দিয়ে থাকেন, তবে ৩১ মার্চের মধ্যে আপডেটেড ট্যাক্স রিটার্ন (ITR-U) ফাইল করতে হবে। এর মাধ্যমে আপনি রিটার্নে ভুল সংশোধন করতে পারবেন এবং জরিমানা থেকে বাঁচতে পারবেন।

৩. মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেটে বিনিয়োগ করুনঃ

গণপ্রজাতন্ত্রী সরকার মহিলাদের জন্য একটি বিশেষ সঞ্চয় স্কিম চালু করেছে, যার নাম মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট। এই স্কিমটি ৭.৫% সুদের হারে দুই বছরের জন্য ডিপোজিট গ্রহণ করে এবং শুধুমাত্র ৩১ মার্চ ২০২৫ পর্যন্তই প্রযোজ্য। যদি আপনি এই সুবিধাটি নিতে চান, তবে শীঘ্রই পোষ্ট অফিসে গিয়ে বিনিয়োগ করতে ভুলবেন না।

৪. পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় ন্যূনতম টাকা জমা করুনঃ

যাদের পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট রয়েছে, তাদের এই অ্যাকাউন্টগুলো সক্রিয় রাখতে ৩১ মার্চের মধ্যে ন্যূনতম টাকা জমা দিতে হবে। পিপিএফের জন্য ন্যূনতম ৫০০ টাকা এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য ২৫০ টাকা জমা দিলে আপনার অ্যাকাউন্টটি সক্রিয় থাকবে।

৫. কর-ক্ষতি সংগ্রহ (Tax-Loss Harvesting) থেকে সুবিধা নিনঃ

আপনি যদি বছরের মধ্যে কিছু বিনিয়োগে ক্ষতিতে পড়েন, তবে সেই ক্ষতিগুলি ব্যবহার করে লাভের উপর করছাড় পেতে পারেন। এই কৌশলটিকে ট্যাক্স-লস হারভেস্টিং বলা হয়। আপনি যদি কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ডে লাভ করে থাকেন, তবে ক্ষতিতে থাকা বিনিয়োগগুলি বিক্রি করে সেই ক্ষতির পরিমাণ লাভের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন, যা আপনার মোট করের পরিমাণ কমাতে সাহায্য করবে।

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button