
Download Old Voter List 2002: হারানো ভোটার তথ্য খুঁজছেন? পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই ভারতের ১২ টি রাজ্যে শুরু হয়েছে SIR বা ভোটার তালিকা মূল্যায়নের কাজ, যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। আর এবার রাজ্যের সমস্ত ভোটারদের জন্য প্রকাশিত হল ২০০২ সালের ভোটার তালিকা। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন (Chief Election Commissioner, WB) এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে এই তালিকা।
রাজ্যে সর্বশেষ SIR হয় ২০০২ সালে, তাদের নামের লিস্টই দেওয়া হয়েছে এখানে। তালিকায় আপনি দেখতে পাবেন—ভোটারের নাম, পিতার বা স্বামীর নাম, বয়স, লিঙ্গ, ভোটার আইডি নম্বর ও নির্দিষ্ট ভোটকেন্দ্রের তথ্য। যারা বর্তমানে SIR এর ফর্ম পূরণ করছেন তাদের জন্য এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ছাড়া কোনো ভাবেই আপনাদের 2025 এর SIR হবে না, মনে রাখবেন। তাই দেরি না করে কিভাবে ডাউনলোড করবেন নিজের তালিকার PDF, সেটি জেনে নিন আজকের খবর দেখে।
কীভাবে ডাউনলোড করবেন West Bengal Voter List 2002 PDF?
১. প্রথমে ভিজিট করুন পশ্চিমবঙ্গের CEO অফিসিয়াল ওয়েবসাইটে – ceowestbengal.nic.in।
২. হোমপেজে গিয়ে “Electoral Roll of SIR 2002 (remaining ACs will be uploaded soon)” লেখা অপশনে ক্লিক করুন।
৩. এরপর নিজের জেলা নির্বাচন করুন।
৪. তারপর নিজের বিধানসভা কেন্দ্র (Assembly Constituency) নির্বাচন করতে হবে।
৫. এবার আপনার Polling Station Name খুঁজে নিয়ে পাশে থাকা “Final Roll” অপশনে ক্লিক করুন।
৬. এরপর PDF ফাইল আকারে পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। এখনো পর্যন্ত রাজ্যের সব জেলার ভোটার তালিকা আপলোড সম্পূর্ণ হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই বাকি জেলাগুলোর তালিকাও প্রকাশ করা হবে।
| ক্রমিক নং | জেলার নাম | ডাউনলোড লিংক |
|---|---|---|
| ১ | বাঁকুড়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ২ | বীরভূম ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৩ | কোচবিহার ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৪ | দক্ষিণ চব্বিশ পরগনা ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৫ | দার্জিলিং ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৬ | হুগলি ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৭ | হাওড়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৮ | জলপাইগুড়ি ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৯ | ঝাড়গ্রাম ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১০ | কলকাতা উত্তর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১১ | মালদা ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১২ | মুর্শিদাবাদ ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৩ | নদীয়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৪ | উত্তর চব্বিশ পরগনা ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৫ | পূর্ব বর্ধমান ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৬ | পূর্ব মেদিনীপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৭ | পশ্চিম মেদিনীপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৮ | পুরুলিয়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৯ | উত্তর দিনাজপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ২০ | দক্ষিণ দিনাজপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ২১ | কলকাতা দক্ষিণ ভোটার লিস্ট ডাউনলোড | Download |



